মুর্শিদাবাদ: চলন্ত মালগাড়ি (Goods Train) থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেল তিনটি বগি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কায়। আজ সকালে ওই মালগাড়িটি ফরাক্কার দিক থেকে মালদার দিকে যাচ্ছিল। সেই সময়েই ফরাক্কা ব্যারেজের কাছে এই বিপত্তি ঘটে। মালগাড়িটি ফরাক্কা ব্যারেজের উপর রেল লাইনে উঠতেই ঘটে এই বিপত্তি। মালগাড়ির পিছনের দিক থেকে তিনটি বগি আচমকাই বিচ্ছিন্ন হয়ে যায়। সাত সকালের এই ঘটনায় মালগাড়িটি বেশ কিছুক্ষণ আটকে থাকে রেললাইনের উপরে। যদিও পরে আবার স্বাভাবিক হয়ে যায় হয়ে যায় রেল চলাচল।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এদিন সকাল প্রায় পৌনে সাতটা নাগাদ এই বিপত্তিটি ঘটেছে। মালগাড়ি থেকে পিছনের দিকের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যেতেই সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় সেটি। খবর দেওয়া হয় রেল আধিকারিকদের। ঘটনার খবর পেয়েই ফরাক্কা স্টেশন থেকে রেলের অফিসার ও ইঞ্জিনিয়াররা ফরাক্কা ব্যারেজের কাছে পৌঁছে যান। কী ঘটেছে তা পরীক্ষা করে দেখে দ্রুত ওই বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলি আবার মালগাড়ির সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করা হয়। রেলের আধিকারিকরা ফরাক্কা স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছনোর পর খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা হয়।
মঙ্গলবার সাত সকালের এই বিপত্তিতে বেশ কিছুক্ষণ আংশিক বিঘ্নিত হয় রেল চলাচল। তবে সকালের এই বিপত্তি কাটিয়ে উঠে মালগাড়িটি আবার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রেল চলাচলও স্বাভাবিকভাবেই শুরু হয়ে যায়। মালগাড়ির বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে বেশ কিছুক্ষণ ওই লাইনে মালগাড়িটি থমকে ছিল। অন্যান্য রেল পরিষেবার উপর এদিনের ঘটনার কোনও প্রভাব পড়েছে কি না, সেই বিষয়টিও এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার সকালের এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত রেল আধিকারিকদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।