Murshidabad News: রিলস বানানোর চক্করে রেলের ব্রিজে উঠে গিয়েছিল, বীভৎস পরিণতি ৩ বন্ধুর

Koushik Ghosh | Edited By: Soumya Saha

Dec 20, 2023 | 5:11 PM

Murshidabad: বুধবার দুপুরে ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় সুতি থানার পুলিশ।  দেহগুলি উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। যে দু'জন এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছে, তাদের সঙ্গে কথা বলছেন পুলিশকর্মীরা।

Murshidabad News: রিলস বানানোর চক্করে রেলের ব্রিজে উঠে গিয়েছিল, বীভৎস পরিণতি ৩ বন্ধুর
রেল লাইনে কাটা পড়ে মৃত্যু তিন যুবকের
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার আশায় রিল বানাতে গিয়েছিল রেল লাইনের উপর। আর সেটাই হল কাল। মালগাড়ির ধাক্কায় কাটা পড়ে মৃত্যু হল তিন যুবকের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়। সেখানে আহিরণ এলাকায় ফিডার ক্যানেলর উপর রেলের ব্রিজ রয়েছে। পড়ন্ত বেলায় সেখান থেকে দুর্দান্ত ছবি আসে। আর সেই টানেই রেল ব্রিজের উপর চলে গিয়েছিল পাঁচ বন্ধু। মোবাইলে ক্যামেরা চালু করে রিলস বানানোয় মগ্ন ছিল সকলে। এতটাই মগ্ন যে ট্রেন আসছে, খেয়ালই করেনি। নিমেষের মধ্যে মালগাড়ি ধাক্কা মেরে বেরিয়ে যায় তিন যুবককে। অল্পের জন্য এ যাত্রায় প্রাণে বাঁচল বাকি দুই বন্ধু।

বুধবার দুপুরে ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় সুতি থানার পুলিশ।  দেহগুলি উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। যে দু’জন এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছে, তাদের সঙ্গে কথা বলছেন পুলিশকর্মীরা। ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা বিস্তারিত বোঝার চেষ্টা করছেন পুলিশকর্মীরা।

এদিকে ঘটনাস্থলের যে ভিডিয়ো উঠে এসেছে, তাতে এক কথায় বীভৎস। খালের উপর রেল লাইনের ব্রিজের চিৎ হয়ে পড়ে আছে এক যুবকের দেহ। মালগাড়ির ধাক্কার অভিঘাতে শরীর থেকে জামা-কাপড় ছিঁড়ে গিয়েছে। অর্ধ বিবস্ত্র অবস্থায় লাইনের ধারেই পড়ে ছিল ওই যুবকের দেহ। একটু দূরে আরও এক যুবকের দেহ পড়ে রয়েছে রেল লাইনের উপরে। তৃতীয় যুবকের দেহ, রেলের ব্রিজ থেকে সোজা গিয়ে পড়েছে খালের ধারে মাঠের মধ্যে। আর পাশেই পড়ে রয়েছে একটি কাটা পা। গোটা ঘটনা তদন্ত করে দেখছেন পুলিশকর্মীরা।

Next Article