Murshidabad: বোর্ডে প্রতীয়মান হিসেব, শুধু কীসে খরচ সেটাই অদৃশ্য!

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 20, 2023 | 12:55 PM

Murshidabad: মুর্শিদাবাদ জেলার সুতি ১ব্লকের বহুতালি পঞ্চায়েতের ঘটনা। এই পঞ্চায়েতের প্রায় ১০০০মিটার রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে তৈরির কথা ছিল। এমনকি টেন্ডার পর্যন্ত হয়েছিল। রাস্তার ২৫০ মিটার কাজের পর অজানা কারণে থমকে গিয়েছে কাজ।

Murshidabad: বোর্ডে প্রতীয়মান হিসেব, শুধু কীসে খরচ সেটাই অদৃশ্য!
রাস্তা অবরোধ করে বিক্ষোভ
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: পথশ্রী প্রকল্পের বোর্ডে জ্বলজ্বল করছে খরচের হিসেব, শুধু রাস্তাটাই নেই! ক্ষোভে রাস্তা অবরোধ গ্রামবাসীরা। রাস্তার পাশেই পথশ্রী প্রকল্পের বিশাল বোর্ড। সেখানে উল্লেখ রয়েছে রাস্তার কাজ শেষ হওয়ার তারিখ। ব্যয়ের হিসেবও আছে। শুধু রাস্তাটাই নেই! এমনই অবাক করা কাণ্ডটি ঘটেছে বহুতালি পঞ্চায়েতে। গোটা ঘটনায় প্রবল ক্ষুব্ধ গ্রামবাসীরা, তাঁরা রীতিমতো ক্ষোভে আজ রাস্তা অবরোধ করলো।রাস্তা তৈরির খরচ দেখিয়ে দিলেও আদপে কোন‌ও কাজ না হওয়ায় গ্রামবাসীরা বাধ্য হচ্ছেন ভাঙাচোরা বেহাল রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াত করতে। এই রাস্তার কাজের শিল্যানাস হয়েছিল ঘটা করে। সেই সময়েই বোর্ড পোঁতা হয়েছিল। সেখানেই শেষ। তারপর আর রাস্তার কাজ হয়নি। এমন ঘটনায় তাজ্জব গ্রামের বাসিন্দারা।

মুর্শিদাবাদ জেলার সুতি ১ব্লকের বহুতালি পঞ্চায়েতের ঘটনা। এই পঞ্চায়েতের প্রায় ১০০০মিটার রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে তৈরির কথা ছিল। এমনকি টেন্ডার পর্যন্ত হয়েছিল। রাস্তার ২৫০ মিটার কাজের পর অজানা কারণে থমকে গিয়েছে কাজ। কিন্তু প্রকল্পের যে শিডিউল বোর্ড টাঙানো হয়েছে সেখানে ১০০০ মিটার রাস্তা তৈরির জন্য ৩৫লক্ষ ৯৩ হাজার ২৫৩.৪৭ টাকা খরচের কথায় লেখা আছে।

পাশাপাশি আছে রাস্তা নির্মাণের কাজ শুরু ও তারিখ। শিডিউল বোর্ড অনুযায়ী রাস্তা নির্মাণের শুরু তারিখ চলতি বছরের ২৯ এপ্রিল। কিন্তু বোর্ডে উল্লেখ করা তারিখের পর আর‌ও আট মাস পেরিয়ে গেলেও রাস্তা তৈরিই হয়নি। এই নিয়ে সুতি বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পের সূচনা করার পরই ওই প্রকল্পের অধীনে বহুতালি সাখোপাড়া থেকে বহুতালি পীড়তলা পর্যন্ত প্রায় ১০০০ মিটার রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। টেন্ডার‌ও করে সুতি পঞ্চায়েত সমিতি। নিয়ম মেনে টেন্ডারও পান এক ঠিকাদারি সংস্থা। গত ২৯ মার্চ ঘটা করে রাস্তার উদ্বোধন হয়। কিন্তু তারপর রাস্তার কাজ নিম্নমানের ও প্রায় কিছুই হয়নি বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এক গ্রামবাসীর বক্তব্য, “আমাদের বলার মতো কোনও পরিস্থিতি নেই। রাস্তার যে অবস্থা, তাতে এখানে থাকাই দুস্কর।” খবর পেয়ে ঘটনাস্থলে যায় জয়েন্ট বিডিও। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে।

Next Article