Accident: মহালয়ার ভোরে বাস দুর্ঘটনা! গতি কেড়ে নিল ৩ প্রাণ
MUrshidabad Accident: কলকাতা থেকে কোচবিহারগামী একটি উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার বাস লরিকে ধাক্কা মারে।
মুর্শিদাবাদ: প্রতিদিনই দুর্ঘটনার খবর সামনে আসে। এরপরও কিছু-কিছু মানুষ রয়েছেন যাঁদের কোনও ভ্রুক্ষেপ নেই। মহালয়ার ভোরে গতিই প্রাণ কেড়ে নিল তিনজনের।
মুর্শিদাবাদের সাগরদিঘী থানার অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়ক। জানা গিয়েছে, কলকাতা থেকে কোচবিহারগামী একটি উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার বাস লরিকে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বাসটি প্রচণ্ড গতিতে ছিল। যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি। খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। আর বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। এদের মধ্যে একজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
উল্লেখ্য, গতকালও সামনে এসেছে দুর্ঘটনার খবর। বেলঘড়িয়ার দিক একটি মারুতি গাড়ি আসছিল। গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সেটি একটি দোকানে ধাক্কা মারে। পরে ধাক্কা মারে এক ফুল বিক্রেতাকে।
আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে ওই ব্যক্তিকে ভর্তি করলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে, আরও দু’জনকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থানে যায় নিমতা থানার পুলিশ।
স্থানীয় এক বাসিন্দা জানান, বেলঘড়িয়ার দিক থেকে একটি মারুতি আসছিল। গাড়িটি এসে ধাক্কা মারে পরপর কতগুলি দোকানে। পাশেই একজন ফুল বিক্রি করছিল। গাড়িটি উল্টে পড়ে তার উপর। আরও পাঁচজনকে ধাক্কা মারে। প্রত্যেককেই আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম কিরণ চন্দ্র রায় । তিনি ঠাকুরনগরের বাসিন্দা। বাকি আহতদের মধ্যে রয়েছেন স্বপন গোস্বামী(৫৫) তিনি মাঝেরহাটি আশ্রম রোডের বাসিন্দা। আর রয়েছেন গুরুপদ কুন্ডু(৫৫) তিনি নিমতা পার্ক এলাকায় থাকেন বলে জানা গিয়েছে।ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
কিছুদিন আগেই দুর্ঘটনায় হুগলি থেকে একটি মৃত্যুর খবর সামনে আসে। ঝড়ের গতিতে চলছিল গাড়ি। যার জেরে খোয়াতে হল প্রাণ। মৃত্যু হল একই পরিবারের তিনজনের। রাজারহাট থেকে বর্ধমান (Bardhaman) যাওয়ার পথে সকালবেলাই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল হুগলি।
২০১৯ সালেই দেশে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১.৫১ লক্ষ মানুষের। এরমধ্যে কেবল ১৪টি রাজ্য থেকেই ১ লক্ষ ২৭ হাজারের বেশি পথ দুর্ঘটনায় মৃত্যুর খব র মিলেছে। ২০২০ সালে করোনা সংক্রমণের জেরে বছরের অধিকাংশ সময়ই লকডাউন থাকলেও পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩২ হাজার মানুষের।
আরও পড়ুন: