মুর্শিদাবাদ: ডোমকল (Domkal in Murshidabad) হাসপাতাল মোড় সংলগ্ন জনবসতি এলাকায় মিলল বস্তাবন্দি ভ্রূণ। দুটি বস্তায় প্রায় ৩০টি মানব ভ্রূণ রয়েছে বলে অনুমান স্থানীয়দের। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এদিন প্রথমে দুর্গন্ধ ছেয়ে যায় গোটা এলাকা। তা নিয়ে শুরু হয় চাপানউতর। কিন্তু, কোথা থেকে ওই পচা গন্ধ আসছে তা প্রথমে বোঝা যায়নি। শেষে এদিক-ওদিক খোঁজাখুঁজির পর দেখা যায় হাসপাতাল মোড়ের কাছে একটা বস্তা পড়ে রয়েছে। সেখান থেকেই ছড়াচ্ছে দুর্গন্ধ। বস্তার মুখ খুলতেই দেখা যায় তার মধ্যে রয়েছে প্রচুর মানব ভ্রূণ।
কিন্তু, কে বা কারা ওই বস্তা ভর্তি ভ্রূণ ওখানে ফেলে গেল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই অপকর্মের পিছনে কোনও নার্সিংহোমের হাত রয়েছে বলে মনে করেছেন অনেকে। আইনের চোখে ভ্রূণ হত্যা নিষিদ্ধ হলেও তাতে বুড়ো আঙুল দেখিয়ে নার্সিংহোমগুলিতে রমরমিয়ে চলছে বেআইনি কাজ। এমনই দাবি স্থানীয় বাসিন্দাদের। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছেন তাঁরা।
প্রসঙ্গত, গত বছরের অগস্টে উলুবেড়িয়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে বস্তার মধ্যে প্রায় ১৭ টি মৃত ভ্রূণ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনায় জেলা স্বাস্থ্য দফতরের নজরদারি নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। যদিও তার কিছুদিনের মধ্যেই আবার হাওড়ার (Howrah) শিবপুরে(Shibpur) কাউস ঘাট রোডের একটি ড্রেনের মধ্যে মৃত অবস্থায় এক শিশুর দেহ পড়ে থাকতে দেখা যায়। তার কিছুদিন আগে আবার লিলুয়া থানা এলাকার কোনা ভেরির ধারে এক নবজাতক শিশুকন্যাকে পড়ে থাকতে দেখা যায়। দুই ঘটনাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।