খড়গ্রাম: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মনোনয়ন পর্ব শুরু হতেই অশান্তি ও গোলমালের সাক্ষী থেকেছে মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রাম। এক কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। সেই নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠিও লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তবে এসবের মধ্যেই ভোটের মুখে খড়গ্রামে শাসক শিবিরে ভাঙন ধরাল কংগ্রেস। খড়গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ-সহ প্রায় কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থক শাসক শিবির ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন। কংগ্রেসের খড়গ্রাম ব্লক সভাপতি আবুল কাশেম মল্লিকের হাত ধরে তাঁরা আজ যোগ দেন কংগ্রেসে। পারুলিয়া, কীর্তিপুর ও ঝিল্লি – এই তিন গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক পঞ্চায়েত সদস্য, অঞ্চল সভাপতি ও বুথ সভাপতিরা আজ তৃণমূল ছেড়ে কংগ্রেসে এসে যোগ দিলেন।
যাঁরা আজ কংগ্রেসে যোগ দিলেন, তাঁরা মূলত এই সিদ্ধান্তের জন্য দুষছেন তৃণমূলের অন্দরে দুর্নীতির অভিযোগকেই। সদ্য কংগ্রেসে যোগ দেওয়া আওয়াল আলি বললেন, ‘সব দুর্নীতিতে ভরা, সেই জন্যই আমরা দলত্য়াগ করলাম। সরকার কিছু গুন্ডাবাহিনী পুষে রেখেছে শুধু ভোট করানোর জন্য। সব লুঠপাট করে খাওয়ার জন্য।’ কেউ আবার বলছেন, ‘২০২২ সালে স্থানীয় কিছু সমস্যার সমাধানের জন্য আমরা তৃণমূলে গিয়েছিলাম। কিন্তু তারপর আইপ্যাক করতে করতে, পাঁকে আমাদের পা ভর্তি হয়ে গেল। পাঁক থেকে বেরতে পারছিলাম না। তাই এই সিদ্ধান্ত।’ অনেকের আবার অভিযোগ রয়েছে তৃণমূলের স্থানীয় ব্লক নেতৃত্বের বিরুদ্ধেও। উল্লেখ্য, এদিন যাঁরা কংগ্রেসে যোগ দিলেন, তাঁদের অনেকেই পঞ্চায়েতের বিদায়ী সদস্য।
কংগ্রেস নেতৃত্ব অবশ্য এই যোগদানের পর বেশ খুশি। ব্লকের কংগ্রেস নেতারা বলছেন, ‘এই যোগদান আমাদের উৎসাহকে আরও বাড়িয়ে দিয়েছে। আমরা হঠকারী দল নই। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে মনোনয়ন হোক। কাল পর্যন্ত যাঁরা তৃণমূলে ছিলেন, আজ তাঁরা তৃণমূলের দালালি, হার্মাদ বাহিনীর অত্যাচারের প্রতিবাদে কংগ্রেসে যোগ দিয়েছেন।’ যদিও এই দলবদলকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল নেতা কানাইচন্দ্র মণ্ডল বলেন, ‘আজ যাঁরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে গিয়েছেন, আগামিকাল বিকেল ৪টে নাগাদ দেখবেন তাঁরা আবার তৃণমূলে ফিরে আসবেন।’ মঙ্গলবারের এই দলবদল ঘিরে জেলার রাজনীতির অন্দরমহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন দেখার আগামী দিনে পঞ্চায়েতের ময়দানে এই দলবদল কতটা প্রভাব ফেলে ব্যালট বাক্সে।