মুর্শিদাবাদ: আকাশের মুখ ভার। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে সকাল থেকেই। এরমধ্যে বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে গুরুতর জখম ৫ শিশু। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ফারাক্কায়। তারমধ্য়ে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে ফরাক্কার ইমামনগরে। সূত্রের খবর, এদিন দুপুরে এলাকার বেশ কিছু বাচ্চা আম বাগানে খেলা করছিল। সেই সময় একটি পরিত্যক্ত জায়গা থেকে বল ভেবে একটা বোমা (Bomb) নিয়ে খেলা শুরু করে। ওটা যে বল নয় বোমা, সেটা তখনও তারা কেউই খেয়াল করেনি। খেলতে খেলতে আচমকাই বোমাটি বিকট শব্দ করে ফেটে যায়। ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।
খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। সঙ্গে আসে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দারাই আহত শিশুদের উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। কী করে ওই এলাকায় বোমা এল তার তদন্ত শুরু করে ফরাক্কা থানার পুলিশ। চাপা উত্তেজনা গোটা এলাকায়। এদিকে পঞ্চায়েত ভোটের আগে রোজই রাজ্যের নানা প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে তাজা বোমা। ছুটছে পুলিশ, ছুটছে বোম্ব স্কোয়াড। এরইমধ্যে ফারাক্কার এ ঘটনায় চাপানউতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
ঘটনায় শাসকদলের বিরুদ্ধে তীব্র কটাক্ষবাণ শানিয়েছেন সিপিএম নেতা অতনু চট্টোপাধ্যায়। তিনি বলেন, “এদিন গ্রামগঞ্জে বাড়ির ছাদে কুলের আচার শুকোতে দেওয়া থাকত। এখন তৃণমূল জমানায় বাড়ির ছাদে বোমা শুকোতে দেওয়া আছে। সেই বোমা ফেটে শিশুরা আক্রান্ত হচ্ছে। এ ঘটনা বারবার ঘটছে। প্রশ্ন হচ্ছে এই বোমা আসছে কোথা থেকে? রাজ্যে তো পুলিশ-প্রশাসন আছে। তারা কী করছে?”