মুর্শিদাবাদ: গরমে একদিকে যেমন প্রাণওষ্ঠাগত। তেমনই অনবরত ঝরছে ঘাম। এই পরিস্থিতিতে বিকেল হতেই আকাশ কালো করে তেড়ে এল বৃষ্টি। তবে বৃষ্টি এলেও হল না রক্ষে। বজ্রপাতে মৃত্যু হল একজনের আহত দুই।
মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোবরগাড়া হাজিপাড়া এলাকার ঘটনা। এ দিন বিকেলে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় আকাশ। অন্ধকার হয়ে যায় বৃষ্টি। তারপর শুরু হয় বজ্রপাত। আর তার জেরেই মৃত্যু হয় এক নাবালকের। আহত হন আরও দু’জন।
পরিবার সূত্রে খবর মৃতের নাম কামরুজ্জামান শেখ। আহত দু’জন হলেন নুরজামান শেখ ও শফিকুল শেখ। জানা গিয়েছে, এ দিন বাড়ির ছাদে কাজ করার সময় আচমকা বাজ পড়ে। তার জেরে গুরুতর জখম হন তিনজনই। স্থানীয় বাসিন্দারা তিন জনকে চিকিৎসার জন্য হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক জনকে মৃত বলে ঘোষণা করে। বাকি আহত দুজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ।