Murder Case: তৃণমূল নেতাকে খুন করার শাস্তি যাবজ্জীবন জেল

Koushik Ghosh | Edited By: Soumya Saha

Feb 07, 2024 | 4:52 PM

Murshidabad: ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের কান্দি থানা এলাকার মাহাদিয়া গোপালপুর অঞ্চলে। ঘটনার প্রায় দুই বছর পেরিয়ে অবশেষে অভিযুক্ত চার জনকে দোষী সাব্যস্ত করল কান্দি মহকুমা আদালত। খুনের দায়ে আসামি বরুণ ঘোষ, বিষ্ণু দোলুই, তারকনাথ সাহা ও সপ্তম সাহার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালেন কান্দি মহকুমা আদালতের বিচারক।

Murder Case: তৃণমূল নেতাকে খুন করার শাস্তি যাবজ্জীবন জেল
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Network

Follow Us

মুর্শিদাবাদ: একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে খুন হয়েছিলেন তৃণমূল নেতা। ২০২১ সালের ১০ ডিসেম্বর একদল দুষ্কৃতী হামলা চালিয়েছিল তৃণমূল নেতা তথা রেশন ডিলার নেপাল সাহার উপর। প্রথম গুলি ও তারপর মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের কান্দি থানা এলাকার মাহাদিয়া গোপালপুর অঞ্চলে। ঘটনার প্রায় দুই বছর পেরিয়ে অবশেষে অভিযুক্ত চার জনকে দোষী সাব্যস্ত করল কান্দি মহকুমা আদালত। খুনের দায়ে আসামি বরুণ ঘোষ, বিষ্ণু দোলুই, তারকনাথ সাহা ও সপ্তম সাহার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালেন কান্দি মহকুমা আদালতের বিচারক।

এই বিষয়ে সরকারি আইনজীবী জানিয়েছেন, নেপাল সাহাকে কান্দি থানা এলাকার মাহাদিয়ায় গুলি করে খুন করা হয়েছিল। সন্ধে বেলা রাস্তার উপর গুলি করা হয়েছিল তাঁকে। সেই ঘটনার পর পুলিশ তদন্ত করে চার্জশিট পেশ করে। সেই মামলায় মোট ২২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে আদালতে। আইনজীবী জানাচ্ছেন, মামলার খুব দ্রুত নিষ্পত্তি হয়েছে। অভিযুক্তদের ৩০২ ধারা ও ১২০ (বি) ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

এর পাশাপাশি অস্ত্র আইনেও মামলা করা হয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে। সেই অস্ত্র আইনের আওতায় দোষী সাব্যস্ত চারজনের পৃথকভাবে সাজা ঘোষণা করেছে আদালত। সরকার পক্ষের আইনজীবী বলছেন, ‘আজ আদালতের এই রায়ের ফলে সমাজের কাছে একটি বার্তা গেল, অপরাধ করলে সাজা পেতেই হবে। গুন্ডামি করলে, মানুষকে খুন করলে, কখনও বাইরে থাকা যায় না। তাদের জেলের ভিতরেই থাকতে হয়।’

Next Article