বহরমপুর: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মাঝবয়সি এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বলরামপুর এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম দীপায়ন হালদার। বুধবার সকালে নিজের ঘরের মধ্যেই গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় বছর চুয়াল্লিশের ওই ব্যক্তির দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করে থাকতে পারেন দীপায়ন। নিজের ঘরের মধ্যেই খাটের উপর গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল দীপায়নবাবুর দেহ। আর পাশেই পরে ছিল একটি পাইপ গান। সেই পাইপ গানটি ইতিমধ্যেই উদ্ধার করেছে পুলিশ। তবে কীভাবে এই ঘটনা ঘটল, কীভাবে ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র এল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, ওই ব্যক্তি সাম্প্রতিককালে পারিবারিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রায় মাস পাঁচেক ধরে তাঁর স্ত্রী বাড়িতে থাকছিলেন না। সেক্ষেত্রে কি মানসিক কোনও অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি? সেই কারণেই কি এই চরম সিদ্ধান্ত বেছে নিলেন? সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। এলাকাবাসীরা জানাচ্ছেন, পাড়ায় বেশ ‘ভাল ছেলে’ বলেই সকলে চিনতেন ওই মাঝবয়সি ব্যক্তিকে। স্থানীয় সূত্রে খবর, কোনও ঝুট ঝামেলায় থাকতেন না দীপায়ন। সামান্য কিছু উপার্জনের টাকায় সংসার চালাতেন। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল, কেন তিনি আত্মঘাতী হলেন, তা ভেবে কূল কিনারা পাচ্ছেন না প্রতিবেশীরা।
জানা যাচ্ছে, সকালে ওই ব্যক্তির ঘর ভিতর থেকে বন্ধ ছিল। এদিন সকাল দশটা নাগাদ যখন বাড়ির লোকেরা অনেক ডাকাডাকি করেও ওই ব্যক্তির কোনও সাড়াশব্দ পাচ্ছিলেন না, তখন তাঁরা দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকেন। আর তখনই দেখা যায়, নিজের ঘরেই গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছেন ওই ব্যক্তি। ঘরের মধ্যেই গুলি চলল, অথচ বাড়ির কেউ কীভাবে টের পেলেন না, সেই নিয়েও ধোঁয়াশা থেকে যাচ্ছে। গোটা ঘটনা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা।