Murshidabad: ভোটের আগে মুড়িমুড়কির মতো বোমা উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদে

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 21, 2024 | 1:04 PM

Bomb Recover: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আমবাগানের ভিতর বালতি ভর্তি তাজা বোমা নামোচাচন্ড এলাকা থেকে উদ্ধার করেছিল পুলিশ। এরপরই ঘটনাস্থল ঘিরে ফেলে রাখে তারা। কে বা কারা এই বোমাগুলি রেখেছে তার তদন্ত করছে সামশেরগঞ্জ থানার পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।

Murshidabad:  ভোটের আগে মুড়িমুড়কির মতো বোমা উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদে
বোমা উদ্ধার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সামশেরগঞ্জ: কখনও সামশেরগঞ্জ, কখনও রানিনগর, কখনও ডোমকল। প্রায় রোজই মুর্শিদাবাদ থেকে উদ্ধার হয় তাজা-তাজা বোমা। মঙ্গলবারও সকেট বোমা উদ্ধার হয়েছিল। বুধবার ফের উদ্ধার হল বালতি ভর্তি বোমা। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আমবাগানের ভিতর বালতি ভর্তি তাজা বোমা নামোচাচন্ড এলাকা থেকে উদ্ধার করেছিল পুলিশ। এরপরই ঘটনাস্থল ঘিরে ফেলে রাখে তারা। কে বা কারা এই বোমাগুলি রেখেছে তার তদন্ত করছে সামশেরগঞ্জ থানার পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।

বোমা উদ্ধারের ঘটনা মুর্শিদাবাদে নতুন কিছু নয়। গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) ডোমকল রানিনগরে বোমা উদ্ধার হয়। এরপর মঙ্গলবার রেজিনগরে চাষের জমি থেকে উদ্ধার হয় বোমা। গত জানুয়ারি মাসে মুর্শিদাবাদের রানিনগর থানার রাজাপুর পঞ্চায়েতের সীমান্তবর্তী বিচপাড়া এলাকায় একটি প্লাস্টিকের বালতিতে ভর্তি বোমা উদ্ধার হয়। সেই বোমাগুলিও নিষ্কৃয় করে বম্ব স্কোয়াড। তার আগে মুর্শিদাবাদের রানিনগর থানার সীমান্তবর্তী বামনাবাদ পশ্চিম বিচপাড়া এলাকায় একটি বিয়ে বাড়িতে বোমা ফেটে জখম হন ৭ জন। পাশের বাড়ির ছাদ থেকে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। গত ৪ জানুয়ারি মুর্শিদাবাদের রেজিনগর থানার নাজিরপুর হাইস্কুল পাড়ার একটি বাড়ির পিছন থেকে তাজা সকেট বোমা উদ্ধার করে। ফলত, লোকসভা ভোট যত এগিয়ে বোমা উদ্ধারের ঘটনা তত বাড়তে থাকায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

 

Next Article