মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের ঘোষণার পরপরই উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জেলায় প্রাণ গিয়েছিল একাধিক ব্যক্তির। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে সেই মুর্শিদাবাদেই কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। অভিযুক্ত রাজ্যের শাসকদল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
মৃত কংগ্রেস কর্মীর নাম এনামুল মণ্ডল(৬৫)। বাড়ি রানিনগর থানার রানিনগর ১ নম্বর পঞ্চায়েতের নজরানা গ্রামে। অভিযোগ, মঙ্গলবার ওই কংগ্রেস কর্মীকে মাঠে তাড়া করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তিনি পড়ে গেলে বেধড়ক মারধর করা হয়। সন্ধ্যায় এনামুলের মৃত্যু হয়। পুরনো বিবাদের জেরেই এই খুন বলে অভিযোগ।
এনামুলের মৃত্যুর পরই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস। রানিনগর ২-র কংগ্রেস ব্লক সভানেত্রী মমতাজ বেগম হীরা বলেন, এনামুলকে তাড়া করে মারা হয়। তাঁর স্ত্রী দেখেছেন পুরো ঘটনা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের দলের কর্মীকে খুন করেছে বলে তিনি অভিযোগ করেন।
কংগ্রেসের অভিযোগকে অবশ্য গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা মিজান হাসান দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, ওই ব্যক্তিকে কেন কেউ মারতে যাবেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানিনগর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।