সৌরভ গুহ ও কৌশিক ঘোষ
বহরমপুর: পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) কবে? বাংলার আকাশে আজকের তারিখ পর্যন্ত অন্তত এমন কোনও ভোটের মেঘ দূর-দূরান্তে দেখা যাচ্ছে না। তবে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘নবজয়ার’ কর্মসূচি শুরু হওয়ার পর জল্পনা তৈরি হয়েছিল তাঁর এই দু’মাস ধরে চলা কর্মসূচি শেষ হলেই কি পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট শোনাবে নির্বাচন কমিশন। তবে, রবিবার এই জল্পনা আরও তীব্রতর হয়ে উঠল খোদ তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডই বক্তব্যেই। এদিন মুর্শিদাবাদ সফরে গিয়ে অভিষেক বলেন, “তৃণমূলের নব জোয়ার কর্মসূচি শেষ হবে। রাজ্যে পঞ্চায়েত ভোট হবে।” কর্মসূচির শেষেই পঞ্চায়েত ভোট কিনা খুব স্পষ্টভাবে অভিষেক না বললেও, তাঁর মন্তব্যে রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, যে ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের বার্তা দিলেন, তাতে কর্মসূচির শেষেই ভোট হওয়ার ইঙ্গিত রয়েছে।
মুর্শিদাবাদের হরিহর পাড়ায় পঞ্চায়েত ভোট নিয়ে বার্তা দেন অভিষেক। তিনি বলেন, “আমি বলছি তৃণমূলে নব জোয়ার কর্মসূচি শেষ হবে। পঞ্চায়েত নির্বাচন হবে। আপনারা মানুষকে সংগঠিত করুন। দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। দিল্লিতে অনির্দিষ্ট কালের জন্য অবস্থানে বসবো। মানুষের অধিকার ছিনিয়ে আনব।” তৃণমূল নেতা আশ্বাস দিয়ে বলেন, “আমি দিল্লিতে যাব। প্রয়োজনে অবস্থান বিক্ষোভে বসব।”
উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত ভোট (Panchayat Election)। যাকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দল নেমে পড়েছে ময়দানে। গুটি সাজাতে ব্যস্ত সকলে। এই আবহে গত ২৫ এপ্রিল নবজোয়ার কর্মসূচি শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে শুরু হয়ে দু’মাসের বেশি কোচবিহার থেকে শুরু হয়ে, শেষ হবে দক্ষিণ ২৪ পরগনার সাগরে। ইতিমধ্যে উত্তরের কোচবিহার, দুই দিনাজপুর, মালদা ও গতকাল মুর্শিদাবেদে সভা করেছেন অভিষেক।
এর আগে পঞ্চায়েত ভোট আদৌ হবে নাকি সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিজেপি সর্ব-ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পঞ্চায়েত ভোট সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপি নেতা বলেন যে এর আগেও রাজ্যবাসী দেখেছে দু’বছর পৌর ভোট করতে দেয়নি রাজ্য সরকার। এরপর বিধানসভা ভোটের পর তৃণমূলের পক্ষে যখন অনুকূল পরিবেশ তৈরি হল তারপর মারপিট করে ভোট লুট করে পৌরসভা দখল করল। এবার পঞ্চায়েত ভোট নিয়েও ঠিক একই রকম চিত্রনাট্য দেখা যাচ্ছে। তার উপর দলের সেকেন্ড-ইন-কমান্ড দু মাস ধরে নাকি রাজ্য ঘুরবেন। এই সব দিক দেখেই মনে হচ্ছে পঞ্চায়েত ভোট নাও হতে পারে।
সৌরভ গুহ ও কৌশিক ঘোষ
বহরমপুর: পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) কবে? বাংলার আকাশে আজকের তারিখ পর্যন্ত অন্তত এমন কোনও ভোটের মেঘ দূর-দূরান্তে দেখা যাচ্ছে না। তবে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘নবজয়ার’ কর্মসূচি শুরু হওয়ার পর জল্পনা তৈরি হয়েছিল তাঁর এই দু’মাস ধরে চলা কর্মসূচি শেষ হলেই কি পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট শোনাবে নির্বাচন কমিশন। তবে, রবিবার এই জল্পনা আরও তীব্রতর হয়ে উঠল খোদ তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডই বক্তব্যেই। এদিন মুর্শিদাবাদ সফরে গিয়ে অভিষেক বলেন, “তৃণমূলের নব জোয়ার কর্মসূচি শেষ হবে। রাজ্যে পঞ্চায়েত ভোট হবে।” কর্মসূচির শেষেই পঞ্চায়েত ভোট কিনা খুব স্পষ্টভাবে অভিষেক না বললেও, তাঁর মন্তব্যে রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, যে ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের বার্তা দিলেন, তাতে কর্মসূচির শেষেই ভোট হওয়ার ইঙ্গিত রয়েছে।
মুর্শিদাবাদের হরিহর পাড়ায় পঞ্চায়েত ভোট নিয়ে বার্তা দেন অভিষেক। তিনি বলেন, “আমি বলছি তৃণমূলে নব জোয়ার কর্মসূচি শেষ হবে। পঞ্চায়েত নির্বাচন হবে। আপনারা মানুষকে সংগঠিত করুন। দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। দিল্লিতে অনির্দিষ্ট কালের জন্য অবস্থানে বসবো। মানুষের অধিকার ছিনিয়ে আনব।” তৃণমূল নেতা আশ্বাস দিয়ে বলেন, “আমি দিল্লিতে যাব। প্রয়োজনে অবস্থান বিক্ষোভে বসব।”
উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত ভোট (Panchayat Election)। যাকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দল নেমে পড়েছে ময়দানে। গুটি সাজাতে ব্যস্ত সকলে। এই আবহে গত ২৫ এপ্রিল নবজোয়ার কর্মসূচি শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে শুরু হয়ে দু’মাসের বেশি কোচবিহার থেকে শুরু হয়ে, শেষ হবে দক্ষিণ ২৪ পরগনার সাগরে। ইতিমধ্যে উত্তরের কোচবিহার, দুই দিনাজপুর, মালদা ও গতকাল মুর্শিদাবেদে সভা করেছেন অভিষেক।
এর আগে পঞ্চায়েত ভোট আদৌ হবে নাকি সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিজেপি সর্ব-ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পঞ্চায়েত ভোট সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপি নেতা বলেন যে এর আগেও রাজ্যবাসী দেখেছে দু’বছর পৌর ভোট করতে দেয়নি রাজ্য সরকার। এরপর বিধানসভা ভোটের পর তৃণমূলের পক্ষে যখন অনুকূল পরিবেশ তৈরি হল তারপর মারপিট করে ভোট লুট করে পৌরসভা দখল করল। এবার পঞ্চায়েত ভোট নিয়েও ঠিক একই রকম চিত্রনাট্য দেখা যাচ্ছে। তার উপর দলের সেকেন্ড-ইন-কমান্ড দু মাস ধরে নাকি রাজ্য ঘুরবেন। এই সব দিক দেখেই মনে হচ্ছে পঞ্চায়েত ভোট নাও হতে পারে।