মুর্শিদাবাদ: হাসপাতাল চত্বরেই দালালের হাতে ‘আক্রান্ত’ নিরাপত্তাকর্মী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযোগ, হাসপাতালের বহির্বিভাগে কর্মরত এক নিরাপত্তাকর্মীকে মারধর করে এক দালাল। কাজ শেষ করে নিরাপত্তাকর্মী যখন বের হচ্ছিলেন, তখনই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। জানা যাচ্ছে,বহির্বিভাগে চিকিৎসা চলাকালীন এক দালাল ভিতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু নিরাপত্তারক্ষী ওই ব্যক্তিকে ভিতরে ঢুকতে বাধা দেন। এরপরই ওই নিরাপত্তারক্ষী যখন বাইরে বের হন, তখনই চার-পাঁচজন মিলে তাঁর উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ।
এই বিষয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অমিত দাঁও একপ্রকার স্বীকার করে নিয়েছেন হাসপাতালে দালাল-চক্রের দৌরাত্মের কথা। তিনি জানাচ্ছেন, ‘এই হাসপাতালের বহির্বিভাগে প্রচুর রোগী আসেন ডাক্তার দেখাতে। প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ আসেন হাসপাতালের বহির্বিভাগে। এর সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী গরিব মানুষদের থেকে টাকা পয়সা নিয়ে বিনামূল্যে এমআরআই করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এখানে এমআরআই বা সিটিস্ক্যান করতে এক পয়সাও লাগে না। এটা আমরা যতই প্রচার করি না কেন, কিছু দুষ্কৃতী মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছে।’ সাধারণ মানুষ যাতে কোনওভাবে এই অশুভ চক্রের ফাঁদে না পড়েন, সেই বার্তাও দিয়েছেন তিনি।
হাসপাতালের অধ্যক্ষ আরও জানিয়েছেন, ওই নিরাপত্তারক্ষীকে মারধরের করা হয়েছে এবং প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি তিনি ইতিমধ্যেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন এবং নাম উল্লেখ করে এফআইআর করা হয়েছে বলেও জানান মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল। কিন্তু ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি বলেই জানাচ্ছেন তিনি।