মুর্শিদাবাদ: এক ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত বীর পঞ্চানন গ্রামে। এলাকা সূত্রে খবর, শুক্রবার রাতে গ্রামের লোকজন দেখেন নালার পাশে দাউদাউ করে জ্বলছে আগুন। ছুটে যেতেই দেখা যায় হাত-পা বাঁধা অবস্থায় দাউদাউ করে জ্বলছেন এক ব্যক্তি। দহন জ্বালায় চিৎকার করছেন। দেখা মাত্রই খবর যায় পুলিশে। ছুটে আসে ভরতপুর থানার পুলিশ। অগ্নিদদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে।
পুলিশই ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কে বা কারা আগুন দিল তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।
প্রসঙ্গত, বিগত কয়েকদিনে রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার উঠছে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ। যা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর চলছে। এরইমধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শোরগোল শুরু হয়েছে। যদিও এর সঙ্গে রাজনীতির যোগ আছে কিনা তা স্পষ্ট নয়। তদন্ত চালাচ্ছে পুলিশ।