Murshidabad: কী অবস্থা! ভরা রাস্তায় সকলের সামনেই ভাইয়ের বৌ-এর উপর ঝাঁপিয়ে পড়লেন ভাসুর

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 16, 2023 | 5:03 PM

Murshidabad: স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই মহিলার সঙ্গে দোকানঘরের ভাগাভাগি নিয়ে গন্ডগোল চলছিল। অভিযোগ, এরপরই জেসমিনাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন তাঁর ভাসুর মিনাজ বিশ্বাস। দ্রুত স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সাগরপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

Murshidabad: কী অবস্থা! ভরা রাস্তায় সকলের সামনেই ভাইয়ের বৌ-এর উপর ঝাঁপিয়ে পড়লেন ভাসুর
আহত মহিলা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: দোকান ঘরের ভাগাভাগি চাই। সেই নিয়ে লাগাতার গন্ডগোল। শেষে বাড়ির বৌ-এর সঙ্গে কী করল ভাসুর জানেন? ভরা রাস্তার মধ্যেই ভাইয়ের বৌ-কে রাস্তায় ফেলে বেদম প্রহারের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, আহত মহিলার নাম জেসমিনা বিবি। ঘটনাটি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর এলাকার।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই মহিলার সঙ্গে দোকানঘরের ভাগাভাগি নিয়ে গন্ডগোল চলছিল। অভিযোগ, এরপরই জেসমিনাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন তাঁর ভাসুর মিনাজ বিশ্বাস। দ্রুত স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সাগরপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ডোমকল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর নরসিংহপুর বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত মহিলা বলেন, “আমার মাথায় ইট দিয়ে বাড়ি মেরেছে। পেটে লাথি মেরেছে। সকলের সামনেই আমার উপর অত্যাচার করেছে। আমার ভাসুরের সঙ্গে আমার ননদ-ভাসুরের ছেলে, শ্বশুর, শাশুড়ি সকলেই ছবি। ওই দোকান নিয়ে অনেক দিকে ঝামেলা চলছিল। ওর জোর করে আমার বরের দোকান খুলছিল।” বাজার সেক্রেটারি নরশফুল বলেন, “এক মাস ধরে ওদের গন্ডগোল চলছিল। ওই দোকানটা কার দখলে থাকবে সেই নিয়ে ঝামেলা চলছিল। ওদের সমস্যা নিবারণের জন্য একবার মীমাংসা সভাও বসানো হয়েছিল। কিন্তু মেটেনি। আজ শুনি ওই মহিলাকে মারধর করা হয়েছে।”

Next Article