Murshidabad: সীমান্তে পাট খেতে থেকে উদ্ধার মুর্শিদাবাদের যুবকের দেহ, BSF-এর গুলিতেই কি মৃত্যু? উঠছে প্রশ্ন

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jun 05, 2022 | 2:09 PM

BSF: ওই যুবকের মৃত্যুর পর সাগরপাড়া থানা এলাকার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

Murshidabad: সীমান্তে পাট খেতে থেকে উদ্ধার মুর্শিদাবাদের যুবকের দেহ, BSF-এর গুলিতেই কি মৃত্যু? উঠছে প্রশ্ন
দেহ উদ্ধার

Follow Us

মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের সাগরপাড়ায় চোরাকারবারি সন্দেহে এক যুবককে গুলি করার অভিযোগ সীমান্তরক্ষী বাহিনীর (BSF) বিরুদ্ধে। রাহুল মণ্ডল নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর চারটে নাগাদ। মৃতের পরিবারের অভিযোগ, বিএসএফের গুলিতেই মৃত্যু হয়েছে ওই যুবকের। পরিবারের দাবি, জমিতে কাজে গিয়েছিল রুহুল। সীমান্তরক্ষী বাহিনীর তরফে অবশ্য দাবি করা হচ্ছে, ফেনসিডিল (phensedyl) পাচার করা হচ্ছিল। বিএসএফ বাধা দিতে গেলে গুলি চালায় পাচারকারীরা (Smugglers open fire)। এদিকে ওই যুবকের মৃত্যুর পর সাগরপাড়া থানা এলাকার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College) পাঠিয়েছে।

মৃত যুবকের পরিবারের সদস্যদের দাবি, রুহুল মণ্ডল রবিবার ভোরে ভারত – বাংলাদেশ সীমান্তে জমিতে পাটের জমিতে কাজে গিয়েছিল। বিএসএফ জওয়ানরা চোরাকারাবারি সন্দেহে গুলি করে অন্যায়ভাবে মেরেছে। ঘটনার তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। মৃত যুবকের বৌদি মসিলা বিবি জানান, “পাটের জমিতে কাজ করতে গিয়েছিল। প্রতিদিনই যায় সকালে। আজকেও গিয়েছিল। তারপর সকাল ৭ টা নাগাদ শুনতে পাই, গুলিতে মারা গিয়েছে রহুল। আমাদের মনে হচ্ছে, বিএসএফ গুলি করে মেরে দিয়েছে। আমার ভাই কোনওরকম বেআইনি কাজের সঙ্গে যুক্ত। আর কারও সঙ্গে যেন এমন না হয়।”

স্থানীয় সূত্রে খবর, মাত্র দু’মাস আগে বিয়ে করেছিল রহুল। আগামী দিনে রহুলের পরিবারের লোকেরা কীভাবে চলবেন, সেই নিয়েই চিন্তায় পরিজনরা। যদিও বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, মালদার ডুবলিয়াঁর দিক থেকে কিছু পাচারকারী এসেছিল। তাদের দলে প্রায় ১২-১৫ জন পাচারকারী ছিল। সেই সময় পাট খেতের ভিতরে বিএসএফ তাদের বাধা দেয়। তখন পাচারকারীরা পিস্তল দিয়ে গুলি চালায়।

সীমান্তরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, পাট খেতের ভিতরে গুলি চলেছে। তবে বিএসএফ-এর গুলিতেই ওই যুবকের মৃত্যু হয়েছে কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

Next Article