Murshidabad: নজরে ‘থ্রেট সিন্ডিকেট’, ৭ সদস্যর তদন্ত কমিটি মুর্শিদাবাদ মেডিক্যালে

Murshidabad Medical College: আরজি করের ঘটনার আবহে মুর্শিদাবাদ মেডিক্যালে থ্রেট সিন্ডিকেটের অভিযোগ ওঠে। এমনও অভিযোগ ওঠে, 'উত্তরবঙ্গ লবি'র দাপটেরও। সেই অভিযোগের সত্যতা উদঘাটনে এবার তদন্ত কমিটি গঠন করা হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Murshidabad: নজরে 'থ্রেট সিন্ডিকেট', ৭ সদস্যর তদন্ত কমিটি মুর্শিদাবাদ মেডিক্যালে
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2024 | 11:45 AM

মুর্শিদাবাদ: নানারকম ‘কালচার’-এর কথাই শোনা যায়। তবে আরজিকরের আবহে সেই তালিকায় যুক্ত হয়েছে ‘থ্রেট কালচার’। দিকে দিকে মেডিক্যাল কলেজগুলিতে এই সিন্ডিকেটের রমরমা। শুধু কলকাতা নয়, জেলার মেডিক্যাল কলেজ হাসপাতালেও এই এক অভিযোগ। মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ হাসপাতালে এবার ‘থ্রেট কালচার’-এর অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি। নির্দেশিকা জারি করেছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ। এই তদন্ত কমিটিতে রয়েছেন সাতজন।

আরজি করের ঘটনার আবহে মুর্শিদাবাদ মেডিক্যালে থ্রেট সিন্ডিকেটের অভিযোগ ওঠে। এমনও অভিযোগ ওঠে, ‘উত্তরবঙ্গ লবি’র দাপটেরও। সেই অভিযোগের সত্যতা উদঘাটনে এবার তদন্ত কমিটি গঠন করা হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

সাতজনের এই কমিটিতে একজন আহ্বায়ক, একজন চেয়ারপার্সন ও পাঁচজন সাধারণ সদস্য আছেন। তালিকায় আছেন মেডিক্যাল কলেজের ডিনও। আছেন বিভিন্ন হেড অফ দ্য ডিপার্টমেন্টও। মেডিক্যাল কলেজ হাসপাতালের যে কোনও অপ্রীতিকর ঘটনা বা হুমকির ঘটনায় তদন্ত করবে এই কমিটি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ১৮ সেপ্টেম্বর।