মুর্শিদাবাদ: নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। এরপর আরও সাংঘাতিক ঘটনা। অভিমানে নিজের বাড়িতেই গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় সে। কান্দি থানা এলাকার এই ঘটনা ঘিরে চাপানউতর ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, ওই নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মোটরবাইকে তুলে নিয়ে যান খড়গ্রাম থানার এক যুবক। এরপর রাতভর ওই নাবালিকার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।
নিহতের পরিবারের দাবি, এই নৃশংস ঘটনা ওই নাবালিকা মেনে নিতে পারেনি। অভিমানে নিজের বাড়িতে শনিবার সকালে কেরোসিন তেল ঢেলে আত্মঘাতী হয় সে। অভিযোগ, ওই নাবালিকাকে শুক্রবার বিয়ের কথা বলে এক প্রকার জোর করে তুলে নিয়ে যান অভিযুক্ত যুবক।
নাবালিকাকে নিজের বাড়ি নিয়ে যান অভিযুক্ত। সেখানেই ধর্ষণের অভিযোগ ওঠে। রাতভর চলে মানসিক নির্যাতনও। এদিকে ভোরের আলো ফোটার আগেই ওই নাবালিকাকে বাড়ি থেকে বের করে দেওয়ারও অভিযোগ ওঠে।
এরপর বাড়িতে ফিরে আসে নাবালিকা। শনিবার সকাল ৭টা নাগাদ ওই নাবালিকার চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্ত যুবক-সহ মোট তিনজনের বিরুদ্ধে কান্দি থানায় নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করে। নাবালিকার পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।