Murshidabad: স্কুলের মধ্যেই বিয়েবাড়ি, পরদিন ঝাড়ু হাতে সাফাইয়ে নামল পড়ুয়ারা

Koushik Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Mar 05, 2024 | 7:03 AM

Murshidabad: এ বিষয়ে স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষর সুশীল হাঁসদা বলেন, "অনুমতি ওরা নেয়নি। তবে এখানে নাকি ফ্লাড সেন্টার আছে বলে দাবি ওনাদের। আগে থেকেই অনুষ্ঠানও হয়। ফ্লাড সেন্টারের একটা বাড়ি আছে বলে শুনেছি আমিও। তবে আমি ২ মাস এখানে এসেছি। এ সম্পর্কে এত কিছু জানি না।"

Murshidabad: স্কুলের মধ্যেই বিয়েবাড়ি, পরদিন ঝাড়ু হাতে সাফাইয়ে নামল পড়ুয়ারা
ঝাড়ু হাতে সাফাইয়ে পড়ুয়া।
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: রাতারাতি বদলে গেল স্কুল। বিয়েবাড়ির প্যান্ডেল, আলো, মাইকে গান, এ যেন কোনও লজ! মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর -১ প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ক্যাম্পাসের ভিতরই বিয়েবাড়ির আয়োজনের অভিযোগ উঠেছে। রবিবার সেই বিয়ে বাড়ি ছিল বলে দাবি এলাকার লোকজনের। আর সোমবার স্কুলচত্বরে পড়ে থাকা বিয়েবাড়ির নোংরা পড়ুয়াদেরই কেউ কেউ পরিষ্কার করে বলেও অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়।

অভিযোগ, শিক্ষকদের উপস্থিতিতেই ছাত্র-ছাত্রীদের দিয়ে স্কুলের বারান্দা ঝাড়ু দিয়ে সাফাই করানো হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এলাকারই এক ব্যক্তির ছেলের বিয়ের অনুষ্ঠান হয় স্কুলের পাশে। তার জেরেই এই ঘটনা।

এ বিষয়ে স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষর সুশীল হাঁসদা বলেন, “অনুমতি ওরা নেয়নি। তবে এখানে নাকি ফ্লাড সেন্টার আছে বলে দাবি ওনাদের। আগে থেকেই অনুষ্ঠানও হয়। ফ্লাড সেন্টারের একটা বাড়ি আছে বলে শুনেছি আমিও। তবে আমি ২ মাস এখানে এসেছি। এ সম্পর্কে এত কিছু জানি না।”

তবে প্রধান শিক্ষকের দাবি, একটি আলাদা গেট আছে। যেখান দিয়ে ওই ভবনে ঢোকা হয়। তার চাবিও নাকি স্কুল কর্তৃপক্ষের কাছে থাকে না। সুশীলবাবু বলেন, “আমাদের এদিকে স্কুলের সব গেট বন্ধই থাকে। স্কুলে ওরা ঢুকতে পারেনি, ওদিকে যা করার করেছে।” একইসঙ্গে পড়ুয়াদের দিয়ে স্কুল পরিষ্কারের অভিযোগে প্রধান শিক্ষকের দাবি, “গ্রিলের মধ্যে দিয়ে হয়ত দু’ একটা বোতল ফেলেছে ভিতরে। ওরা বোধহয় সেগুলিই পরিষ্কার করছে।”

Next Article