ডোমকল: ফের বোমা উদ্ধার। ঘটনাস্থল মুর্শিদাবাদ। জানা গিয়েছে, ডোমকল মহকুমার দু’টি পৃথক জায়গা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা। ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
হাতে গোনা আর মোটে কয়েকটা দিন। তারপরই হবে ভোট ঘোষণা অথচ মুর্শিদাবাদের একের পর এক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েই চলেছে। এই পরিস্থিতিতে রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ তল্লাশি চালায়। পুলিশ সূত্রে জানা যায়, ডোমকল মধুরকুল এলাকার মুরালিপুর মাঠে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করেন। ধৃতকে আটক করে তল্লাশি চালানো হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে,একটি পিস্তল,দু’টি ম্যাগজিন,এবং দু’রাউন্ড গুলি।
ধৃত ওই যুবকের নাম হাসান শেখ, বাড়ি ডোমকলের শিবনগর এলাকায়। সোমবার ধৃতকে মুর্শিদাবাদ জেলা আদালতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে তাকে পুলিশি হেফাজতে নিয়ে আসা হবে বলে পুলিশ সূত্রে খবর।শুধু তাই নয়, এর পাশাপাশি মুর্শিদাবাদের রানিনগর থানার কালিনগর অঞ্চলের কোমনগরে এলাকায় উদ্ধার হয়েছে প্রায় দশটি তাজা সকেট বোমা। এ দিকে, আজ আবার মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত সুন্দরপুর গ্ৰামে সাত সকালে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের একটি বাড়ির পিছনে বোমা দেখতে পায় এক প্রতিবেশী।