জঙ্গীপুর: ভোট যত আসে ততই দলবদলের হিড়িক বাড়ে। একদল থেকে অন্য দলে চলে ঝাঁপাঝাঁপি। অনেকাংশেই দেখা যায় একদল থেকে অন্য দলে যাওয়ার পর ফের পুরনো দলে ফিরে আসেন দলবদলুরা। বিশেষ করে শাসকদল তৃণমূল ও বিজেপি-র ক্ষেত্রে এমনটাই দেখা যায়। তবে সিপিএম? বাম শিবিরও কিন্তু বিকল্প নয়। তৃণমূলে চলে যাওয়া পুরনো কর্মীকে দলে ফেরাল লাল পার্টি। সঙ্গে যোগদান করলেন প্রায় পাঁচশোরও বেশি কর্মী সমর্থক।
শনিবার বিকেলে জেলা সিপিআইএম-এর পক্ষ থেকে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জোতকমলে সমাবেশের আয়োজন করা হয়। সেই সভায় কেন্দ্র কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও জেলা সম্পাদকের উপস্থিতিতে সিপিআইএম-এ ফিরলেন প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম। এ দিন পুরনো দলে ফিরে মোজাহারুল বলেন, “ঘরের ছেলে ঘরে এলাম। আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে। আমাদের যতটা সম্ভব ততটা দিয়ে লড়াই হবে।”
অপরদিকে, বাম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ওরা বুঝেছেন তৃণমূলের বিকল্প বিজপি নয়। আর তৃণমূলে লুঠেরার দল। ওনারা বুঝেছেন মানুষকে বাঁচাতে গেলে লাল ঝান্ডাই বিকল্প। আর যাঁরা পুরনো লোক চুপচাপ বসে আছেন, তাঁদের কাছে আহ্বান, তাঁরা আর একটু বাড়তি দায়িত্ব নিন। বস্তুত, জঙ্গীপুর পৌরসভা সিপিআইএম পরিচালিত বোর্ডের চেয়ারম্যান ছিলেন মোজাহারুল ইসলাম। ২০১৬ সালে তৃণমূলে যোগদান করেন তৎকালীন নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে। ২০২২ সালে পৌরসভা নির্বাচনে তৃণমূল তাঁকে প্রার্থী করেনি। এরপর থেকে কার্যত সেখানে কোনঠাসা ছিলেন মোজাহারুল। এরপর প্রায় ৮ বছর পর ফের লাল শিবিরের ছত্রছায়ায় এলেন তিনি।