Fire Arms Recover: সামশেরগঞ্জে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ভোটের আগে গ্রেফতার ৩ দুষ্কৃতী

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 29, 2022 | 5:09 PM

Firearms Recover: এদিকে, পঞ্চায়েত ভোটের আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে এলাকায়। এ দিন ধৃতদের নিয়ে বৃহস্পতিবার জঙ্গিপুর জেলা পুলিশ সুপারের অফিসে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুরের এসপি ড. ভোলানাথ পাণ্ডে।

Fire Arms Recover: সামশেরগঞ্জে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ভোটের আগে গ্রেফতার ৩ দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র উদ্ধার (নিজস্ব চিত্র)

Follow Us

সামশেরগঞ্জ (মুর্শিদাবাদ): দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। জমি শক্ত করতে মরিয়া শাসক থেকে বিরোধী সকল শিবির। এমন আবহে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। উদ্ধার হয়েছে ৭টি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলি। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই  আগ্নেয়াস্ত্র ও গুলি সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। সম্প্রতি, সামশেরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাকিব হোসেন, রব্বুল শেখ ও তৌহিদুল শেখ। তিনজনেরই বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকায়। তবে কোথা থেকে এত অস্ত্র তারা পেল, অথবা সেই অস্ত্রগুলি  কোথায় রপ্তানি দিত তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, পঞ্চায়েত ভোটের আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে এলাকায়। এ দিন ধৃতদের নিয়ে বৃহস্পতিবার জঙ্গিপুর জেলা পুলিশ সুপারের অফিসে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুরের এসপি ড. ভোলানাথ পাণ্ডে। অস্ত্র কারবারের সঙ্গে আরও এক ব্যক্তি জড়িত রয়েছেও বলেও দাবি করেন তিনি। তবে সে পলাতক রয়েছে বলেই জানিয়েছেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তর খোঁজ শুরু করেছে পুলিশ।

এই বিষয়ে পুলিশ আধিকারিক জানান, “জঙ্গিপুর জেলা পুলিশের তরফে একটি দল গঠন করা হয়েছে। সেই অনুযায়ী দলটি কাজ করা শুরু করেছে। এরপরই গোপন সূত্রে খবর পাই যে একটি লোক অস্ত্র বিক্রির জন্য রাস্তায় ঘুরছে। সেই মতো তল্লাশি চালাই আমরা। এরপরই কাঁকুলিয়া মোড় থেকে একজনকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের খোঁজ পাই আমরা। আরও একজনের নাম উঠে এসেছে। তবে সে পলাতক। ধৃতদের নাম রাকিব হোসেন, রব্বুল শেখ ও তৌহিদুল শেখ। মোট ৭টি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”

Next Article