লালগোলা: বাংলাদেশ সীমান্ত থেকে কখনও উস্কানি আসছে। কখনও বা বাধা। এদিকে সীমান্তগুলিতে প্রহরায় বিএসএফও। তবে রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে পুলিশের জালে চার বাংলাদেশি। অভিযুক্তদের লালগোলা থেকে গ্রেফতার করা হয়েচছে। জানা গিয়েছে, তারা সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তারপরই পুলিশের হাতে গ্রেফতার তারা। ধৃতদের কাছে ছিল না কোনও বৈধ কাগজপত্র। বুধবার ধৃতদের হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে পাঠাল পুলিশ।
পুলিশ সূত্রে খবর মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের লালগোলার ভবানীপুর মোড়ে চারজনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের জিজ্ঞাসাবাদ করতেই বেড়িয়ে আসে অভিযুক্তরা সকলেই বাংলাদেশি। তাদের কাছে বৈধ কোনও কাগজপত্র না থানায় পুলিশ তাদের গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃত খাইরুল ও ময়েন আলি বাংলাদেশের রাজশাহি জেলার গোদাগারী থানা এলাকার বাসিন্দা। এবং আসাদুল শেখ ও এমদাদুল শেখ বাংলাদেশের চাপাই-নবাবগঞ্জের বাসিন্দা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্তরা ভিন রাজ্যে কাজ করত। দেশে ফেরার জন্য তারা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল। বুধবার ধৃতদের চার দিনের হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে পাঠায় পুলিশ। কীভাবে তারা ভারতে ঢুকেছিল তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালানো হচ্ছে।