Bangladeshi: মুর্শিদাবাদেও বাংলাদেশি হানাদারদের হানা! চলল দেদার লুটপাট, খবর পেয়েই ছুটল BSF

Koushik Ghosh | Edited By: জয়দীপ দাস

Jan 19, 2025 | 1:10 PM

Bangladeshi: ভারত বাংলাদেশের মধ্যে যে সীমান্ত রয়েছে তার মধ্যে ১২৫ কিলোমিটার মুর্শিদাবাদের সীমান্ত। তার মধ্যে রয়েছে দীর্ঘ জলপথ। এরমধ্যে ৪৫ কিলোমিটার বেশি এলাকায় নেই কোনও কাঁটাতার। অভিযোগ, ভগবানগোলার নির্মলচর এলাকায় কাঁটাতার না থাকার সুবাদে অনায়াসে বাংলাদেশিরা প্রবেশ করে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে।

Bangladeshi: মুর্শিদাবাদেও বাংলাদেশি হানাদারদের হানা! চলল দেদার লুটপাট, খবর পেয়েই ছুটল BSF
ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা
Image Credit source: TV 9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: সীমান্তে অশান্তি যেন থামার নামই নিচ্ছে না। দিনে দিনে আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। প্রায়ই সামনা-সামনি এসে যাচ্ছে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। মুখোমুখি হচ্ছেন সীমান্তপাড়ের দুই দেশের মানুষেরাও। হচ্ছে বচসা। তবে শুধু মালদহের শুকদেবপুর নয়, মুর্শিদাবাদের ভগবানগোলার নির্মলচর এলাকায় এসে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে। 

এলাকার কৃষকরা জানাচ্ছেন, একদিন আগেই এলাকায় ঢুকেছিল কিছু বাংলাদেশি। গ্রামের লোকজনদের ভয় দেখায়। জমির ফসল নষ্ট করে দেয়। উত্তেজনার খবর পেয়ে এলাকায় ছুটে যান বিএসএফ জওয়ানরা। যদিও সেই সময়েই আবার অনেক বাংলাদেশিদের হাতে অস্ত্রও দেখা যায় বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। তবে তাঁদের প্ররোচনায় পা দেননি বিএসএফ জওয়ানরা। 

প্রসঙ্গত, ভারত বাংলাদেশের মধ্যে যে সীমান্ত রয়েছে তার মধ্যে ১২৫ কিলোমিটার মুর্শিদাবাদের সীমান্ত। তার মধ্যে রয়েছে দীর্ঘ জলপথ। এরমধ্যে ৪৫ কিলোমিটার বেশি এলাকায় নেই কোনও কাঁটাতার। অভিযোগ, ভগবানগোলার নির্মলচর এলাকায় কাঁটাতার না থাকার সুবাদে অনায়াসে বাংলাদেশিরা প্রবেশ করে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে। বিগত কয়েকদিনে এই ধরনের অনুপ্রবেশের ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে বলে জানাচ্ছেন এপারের বাসিন্দারা। স্থানীয় লোকজনের একটাই দাবি, দ্রুত কাঁটাতার দেওয়ার ব্যবস্থা করা হোক প্রশাসনের তরফে। অভিযোগ, এর আগেও নির্মলচর এলাকায় কয়েকজন কৃষককে মারধর করেছিল বাংলাদেশিরা। মাঠে ফসল পাহারা দেওয়ার সময় ঢুকে পড়েছিল বাংলাদেশিরা। তারপরই চলে বেধড়ক মারধর। 

Next Article