জলঙ্গি: বিএসএফ-এর গুলিতে মৃত্যু এক বাংলাদেশির। ওই ব্যক্তি গরু পাচারকারী বলে দাবি জওয়ানদের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশি সীমান্তের জলঙ্গি থানার অন্তর্গত ১৪১ ব্যাটেলিয়ান এলাকায়।
বিএসএফ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম মোমিন শেখ। বিএসএফ জওয়ানদের দাবি, মোমিন পাচারের উদ্দেশ্যে এলাকায় এসেছিলেন। জওয়ানরা তাঁকে বাধা দিতে তাঁদের উপর হামলা চালান তিনি। আত্মরক্ষার স্বার্থে মোমিনের উপর গুলি চালিয়েছেন তাঁরা।
মৃতের স্ত্রী মীনা বিবি বলেন, “আমার স্বামী জলঙ্গিতে এই তিনদিন হল গরু পাচার করছিলেন। রাখাল হিসাবে কাজ করতেন। কালকেও গিয়েছিলেন। তারপর আর খোঁজ পাইনি। আজকে শুনেছি বিএসএফ গুলি করে দিয়েছে। আমার দুই সন্তান রয়েছে। ও তো কেরলে থাকত। ওইখানেই কাজ করত। কয়েকদিন হল ফিরেছে। এখন আমাদের চলবে কী করে? আমরা প্রায় পনেরো-ষোলো বছর ধরে এখানে থাকি। অনেকদিন হয়েছে বাংলাদেশ ছেড়ে এখানে চলে এসেছি।”
উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগে একাধিকবার বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয়েছে। তা নিয়ে তোলপাড়ও হয়েছিল রাজ্য-রাজনীতি। ‘নব জোয়ার’ কর্মসূচিতে গিয়ে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে বিএসএফ-এর গুলিতে নিহত দুজনের পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁদের আর্থিকভাবে সহায়তাও করেন।