সামশেরগঞ্জ: ‘রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি’ কবিগুরুর লেখা দুই বিঘা জমির এই কবিতার লাইন যে বাস্তবে সত্যি হল। ভিক্ষুক মহিলাও রেহাই পেলেন না। তাঁকেও শিকার হতে হল প্রতারণার। ভুল বুঝিয়ে মহিলার কানের সোনার দুল নিয়ে চম্পট দিলেন ব্যক্তি।
বুধবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার বাসুদেবপুরের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই বুধবার অরঙ্গাবাদ ঠাকুর পাড়া এলাকায় ভিক্ষা করতে আসেন মহিলা। সেই সময় অভিযুক্ত ব্যক্তি, ভিক্ষুক মহিলার কাছে জানান তিনি লটারি পেয়েছেন। সেই লটারি থেকে ওই মহিলাকে কাপড় কিনে দেবে বলেও জানান তিনি।
এরপরই হাতে দশ টাকা দিয়ে অভিযুক্ত ব্যক্তি তাঁকে বলেন মহিলা যেন দুলটি দেয়। তিনি এই রকমই একটি দুল নাতনির জন্য বানাবেন। এরপর ওই মহিলা তাঁর দুলটি খুলে দিতেই অভিযুক্ত ব্যক্তি নাড়াচাড়া করে দেখতে দেখতে তা নিয়ে উধাও হয়ে যায়। এরপরই কার্যত কান্নায় ভেঙে পড়েন ওই ভিক্ষুক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।