Prisoner Death: হঠাৎই বুকে যন্ত্রণা, বাংলাদেশী বন্দির মৃত্যু বহরমপুরে

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jun 03, 2022 | 12:05 AM

Baharampur: সংশোধনাগার সূত্রে খবর, ২০১৯ সাল থেকে সংশোধনাগারে ছিলেন সুকুম। বিদেশি সম্পর্কিত আইনে গ্রেফতার করা হয়েছিল তাঁকে।

Prisoner Death: হঠাৎই বুকে যন্ত্রণা, বাংলাদেশী বন্দির মৃত্যু বহরমপুরে
বন্দি মৃত্যু। প্রতীকী চিত্র।

Follow Us

মুর্শিদাবাদ: বাংলাদেশের এক বিচারাধীন বন্দির মৃত্যু হল বহরমপুর সংশোধনাগারে। বছর ৪২’এর ওই যুবককে মালদহ থেকে কয়েক মাস আগেই বহরমপুরে নিয়ে আসা হয়। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কীভাবে এই মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিচারাধীন ওই বন্দির নাম সুকুম আলি কালু (৪২)। বাংলাদেশের রানিবাঁধের চাঁদপুর জেলার বাসিন্দা ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাঁর মৃত্যু হয়।

সংশোধনাগার সূত্রে খবর, ২০১৯ সাল থেকে সংশোধনাগারে ছিলেন সুকুম। বিদেশি সম্পর্কিত আইনে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এর আগে মালদহের জেলা সংশোধনাগারে ছিলেন তিনি। কয়েক মাস আগে মালদহ থেকে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়।

দীর্ঘদিন গারদের পিছনে থাকতে থাকতে বন্দিদেরও মনের উপর চাপ বাড়ে। মানসিকভাবে নানা সমস্যা তৈরি হয়। যা শরীরের উপরও চাপ বাড়ায়। সম্প্রতি সংশোধনাগারের ছবিটা কেমন, তা দেখতে বহরমপুর সংশোধনাগারে গিয়েছিল একটি পর্যবেক্ষক দল। কলকাতা হাইকোর্ট লিগাল সার্ভিস অথরিটির তরফে এই পরিদর্শন হয়। বহরমপুরে ৯-১০ জন বাংলাদেশি বন্দি রয়েছেন বলে সূত্রের খবর। তাঁদের কী অবস্থা তারও খোঁজখবর নেওয়া হয় বুধবারই। এরইমধ্যে এই অবস্থা।

Next Article