মুর্শিদাবাদ: ভোটের মুখে ফের শাসকদলে ভাঙন। ভগবানগোলায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন ৫০০ জন কর্মী। দিকে দিকেই এ ছবি দেখা যাচ্ছে। আর মাত্র ১১ দিন। ৮ জুলাই এ রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। ভোটের আগে শাসকদলে ভাঙনের ছবি ভগবানগোলা-২ (Bhagabangola) ব্লকের খড়িবোনা গ্রামপঞ্চায়েতের পূর্ব চাঁদপুরে। এখানে ২৬৬ নম্বর বুথে শাসকদল ছেড়ে কংগ্রেসে এতজন একসঙ্গে যোগ দেওয়ায় শক্তি বাড়ল ‘হাত’-এর।
সোমবার সন্ধ্যায় প্রায় ৫০০ জন তৃণমূল কর্মী সমর্থক যোগ দেন কংগ্রেসে। ভগবানগোলা-২ ব্লকের কংগ্রেস সভানেত্রী অঞ্জু বেগম , জেলা পরিষদ প্রার্থী সীমা খাতুন, পঞ্চায়েত সমিতির প্রার্থী শাহরিয়ার শেখ-সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়।
অঞ্জু বেগমের কথায়, তাঁদের দলের শক্তি বাড়ছে। প্রায়ই ব্লকে ব্লকে যোগদান চলছে। এই ব্লকেরও ৬টি অঞ্চলে তাঁদের শক্তি বেড়েছে বলে দাবি করেন তিনি। এখানে জয় নিয়েও আত্মবিশ্বাসী কংগ্রেস। দলত্যাগীরা তৃণমূল ছেড়ে এসে জানিয়েছেন, এতদিন ধরে শাসকদলের সঙ্গে থাকলেও গ্রামপঞ্চায়েতে তেমন সুযোগ সুবিধা তাঁদের দেওয়া হয়নি। তাই কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত।
যোগদানকারী ডাবলু শেখ বলেন, “১০ বছর ধরে তৃণমূল করেছি আমরা। অথচ আমাদের এলাকায় রাস্তাঘাট, জলের পরিষেবা কিচ্ছুই হয়নি। প্রধান, সদস্যরা কেউ আসেনি।” আরেক যোগদানকারী মনসুর আলির কথায়, “তৃণমূলের এত দুর্নীতির জন্যই আমরা দল ছাড়তে বাধ্য হলাম। প্রায় ৫০০ জন আমরা কংগ্রেসে এলাম। মানুষের জন্য যারা কাজ করবে, তাদের সঙ্গেই আমরা থাকব সিদ্ধান্ত নিয়েছি। তাই কংগ্রেসের হাত ধরলাম।” যদিও এই যোগদান নিয়ে শাসকদলের নেতৃত্বের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি। তা পাওয়া গেলেই যুক্ত করা হবে এই প্রতিবেদনে।