মুর্শিদাবাদ: ভোটের আগে হোক বা পরে। দলবদলের হিড়িক অব্যাহত। সামনেই পুরভোট। তার আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন মুর্শিদাবাদ জেলা বিজেপির সম্পাদক তপন চন্দ্র। আজ তৃণমূল কার্যালয় গিয়ে তৃণমূলের যোগদান করেন। দলীয় পতাকা তুলে দেন মুর্শিদাবাদ বহরমপুর জেলা তৃণমূল সভাপতি শাওনী সিংহ রায়।
এদিন, যোগদান করে তিনি বলেন, “আজকে বিজেপি ছাড়ার মূল কারণ হল প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে ডাক দিয়েছিল আমরা সেই ভাবে কাজ করেছিলাম। কিন্তু বঙ্গ বিজেপি পুরো আলাদা কাজ করছে। এখানে টাকার বিনিময়ে ভোটের টিকিট বিক্রি হয়। আমরা দেখছি ২০২১ সালের ভোটের সময় থেকে যেভাবে বিজেপি ধর্মের নামে বাতাবরণ তৈরি করেছিল তা মেনে নেয়নি সাধারণ মানুষ। তাই রাজ্যের উন্নতি সম্ভব একমাত্র তৃণমূলের হাত ধরে।” তিনি আরও বলেন, “বিজেপিতে যোগ্য সম্মান পাচ্ছিলাম না। এখানে যোগ্য ব্যক্তিরা যোগ্য সম্মান পায় না। সেই কারণেই এই সিদ্ধান্ত।”
এই বিষয়ে তৃণমূল নেত্রী বলেন, “বিজেপির ঘর ভাঙার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমাদের জেলাতেও হয়েছে। আজকে তপনচন্দ্র যিনি ছিলেন বিজেপি জেলার সাধারণ সম্পাদক তাঁর নেতৃত্বে আরও অনেক মানুষ প্রায় ৫০০ বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। আজকে এখানে হুমায়ুন কবীর উপস্থিত আছেন। পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের প্রেসিডেন্টরাও এখানে উপস্থিত রয়েছেন। যেহেতু করোনা চলছে সেই কারণে আমরা এখানে বেশি কাউকে এখানে আসতে দিইনি। করোনা প্রটোকল মেনেই যোগদান অনুষ্ঠান হচ্ছে।”
প্রসঙ্গত, কয়েকদিন আগে জেলায় প্রকাশ্যে অধীর চৌধুরীর প্রশংসা করতে শোনা যায় বিজেপির রাজ্য সহ সভাপতি অর্জুন সিংয়ের গলায়। বহরমপুরের কংগ্রেস সাংসদকে বিজেপিতে আহ্বান জানিয়ে বিজেপি সাংসদের মন্তব্য, “উনি গুরুদেব লোক আছেন।”
একুশের উপনির্বাচনে মুর্শিদাবাদে প্রচারে এসে অধীর চৌধুরী বিজেপি-তে যোগ দিতে পারেন, এই ইঙ্গিত দিয়ে রাজ্য রাজনীতিতে কার্যত হইচই ফেলে দিয়েছিলেন দিলীপ ঘোষ। তারপর পুরভোটের আবহে কংগ্রেসের লোকসভা নেতাকে বিজেপিতে আহ্বান জানালেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী সম্পর্কে অর্জুনের মন্তব্য, “তিনি একজন অভিজ্ঞ ব্যাক্তি, আমার গুরুদেব আছে”