Body Recover: পদ্মাতীরে ভেসে এল তরুণীর দেহ, মেরে ফেলে রেখে গেল কেউ?

Koushik Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Jan 29, 2024 | 6:00 AM

Murshidabad: খবর ছড়াতেই বিচপাড়া পদ্মাতীরে ভিড় হতে শুরু করে। আশপাশের গরাম থেকে মানুষ আসেন। রানিনগর থানায়ও খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ নদী থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখনও তরুণীর নাম পরিচয় জানা যায়নি। কীভাবে দেহটি এল তাও স্পষ্ট নয়।

Body Recover: পদ্মাতীরে ভেসে এল তরুণীর দেহ, মেরে ফেলে রেখে গেল কেউ?
এলাকার লোকজনের ভিড় পদ্মাতীরে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: পদ্মাতীরে ভেসে এল এক তরুণীর মৃতদেহ। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রানিনগরে শোরগোল পড়ে যায়। এখানকার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বামনাবাদ বিচপাড়ায় পদ্মার জলে ভেসে আসে দেহটি। এলাকার লোকজন পদ্মানদীতে মাছ ধরতে গিয়েছিলেন। কিছু একটা অর্ধেক ডুবো অবস্থায় দেখতে পান। পরে দেখেন এটি এক তরুণীর দেহ।

খবর ছড়াতেই বিচপাড়া পদ্মাতীরে ভিড় হতে শুরু করে। আশপাশের গরাম থেকে মানুষ আসেন। রানিনগর থানায়ও খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ নদী থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখনও তরুণীর নাম পরিচয় জানা যায়নি। কীভাবে দেহটি এল তাও স্পষ্ট নয়।

স্থানীয় বাসিন্দারা জানান, জলে ডুবে মারা যেতে পারেন। আবার কেউ মেরে ফেলে রেখে যেতে পারে। পুলিশি তদন্তেই সবটা স্পষ্ট হবে। স্থানীয় বাসিন্দা জামরুল শেখের কথায়, “এখানে একটা লাশ ভেসে এসেছিল। মহিলার দেহই মনে হল। এখানকার বলে মনে হচ্ছে না। এলাকায় তো কোনওদিন দেখিনি। পদ্মার পাড়ে ভেসে আসে। খবর পেয়ে রানিনগরের পুলিশ আসে। দেহ নিয়ে যায়।”

আরেক প্রত্যক্ষদর্শী নরেন মণ্ডল বলেন, “কেউ মেরে ফেলে রেখে গেল নাকি জলে ডুবেই মারা গিয়েছে সেটা আমরা বুঝতে পারছি না। পুলিশ তদন্ত করে দেখবে। মনে হচ্ছে দূরের কেউ। আশেপাশের কেউ হলে তো এতক্ষণে খবর হয়ে যেত। পুলিশ সাদা পলিথিন জড়িয়ে দেহ নিয়ে গেল।” রানিনগর থানার পুলিশ দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Next Article