মুর্শিদাবাদ: একটা-একটা করে দিন কাটছে ভোট ততই এগিয়ে আসছে। কিন্তু বোমা যেন উদ্ধার হয়েই চলছে মুর্শিদাবাদ থেকে। এবার সাগরপাড়ায় বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনাস্থল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার চকরামপ্রসাদ দক্ষিণপাড়া এলাকা। সেখানেই একটি কলা বাগানের মধ্যে তেলের টিনের ভিতরে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার হয়।
জানা গিয়েছে, ওই বোমাগুলি সর্বপ্রথম এলাকাবাসী দেখতে পান। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ওই বোমার জায়গা ঘিরে রাখে। বস্তুত, স্থানীয় বাসিন্দারা বলছেন উদ্ধার হওয়া বোমাগুলি নতুন ধরনের। এর আগে এই ধরনের বোমা খুব একটা দেখা যায়নি এই তল্লাটে। বিশেষজ্ঞদের মতে, সকেট বোমার থেকেও শক্তিশালী এই ধরনের সেল বোমা। লম্বায় প্রায় ১২ ইঞ্চি। পুলিশ মোট ৮টি এমন সেল সকেট বোমা উদ্ধার করে। বোমা উদ্ধারের পর স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন চকরামপ্রসাদ এলাকার সাধারণ মানুষ। মাঠের মধ্যে কীভাবে বোমা এল তা বুঝতে পারছেন না সাধারণ মানুষ। তবে বোমা উদ্ধারের এই ঘটনার পর আতঙ্কিত এলাকার বাসিন্দারা। কারণ অনেকেই বহু সময় মাঠে যাতয়াত করে। তাই যদি বোমাগুলি ফেটে যেত তাহলে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।
রবিবার দুপুরে বহরমপুর থেকে বম্ব স্কোয়াডের দল এসে বোমাগুলো উদ্ধার করে একটি ফাঁকা মাঠের মধ্যে নিষ্ক্রিয় করে। এ দিকে, নির্বাচনের আগেও লাগাতার বোমা উদ্ধার হওয়ায় ভোটের সময় যে অশান্তি হতে পারে তেমনই আশঙ্কা করছেন সাধারণ মানুষ।