Murshidabad: জলসা দেখতে গিয়ে শ্যালকের স্ত্রীর বাথরুমে যুবক! গোটা গ্রামের চোখ কপালে

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 18, 2024 | 2:08 PM

Murshidabad: মিঠুর প্রেমিকা অর্থাৎ শ্যালকের স্ত্রীর মায়ের বাড়ি রানিতলা থানার বেগুনডিহি এলাকায়। সেখানে বেশ কিছুদিন আগে জলসা ছিল। সেখানেই গিয়েছিল মিঠু। তারপর থেকেই নিখোঁজ মিঠু। হঠাৎ তিনদিন থেকে প্রেমিকার বাড়ির লোকজন পলাতক,

Murshidabad: জলসা দেখতে গিয়ে শ্যালকের স্ত্রীর বাথরুমে যুবক! গোটা গ্রামের চোখ কপালে
মুর্শিদাবাদে খুনের অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ:  শ্যালকের স্ত্রীর সঙ্গে প্রেম। আর তাঁর বাড়ির বাথরুমের চেম্বার থেকে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানার বেগুনঢুহি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মিঠু খান। মৃতের বাড়ি রানিনগর থানার বিলচাত্রা এলাকায়। সূত্রের খবর নিজের পাড়াতেই শ্বশুর বাড়ি মিঠুর।  তাঁর শ্বশুরবাড়ির পাশের বাড়ির অর্থাৎ শ্যালকের স্ত্রীর সঙ্গে প্রেম জমে মিঠু খানের।

মিঠুর প্রেমিকা অর্থাৎ শ্যালকের স্ত্রীর মায়ের বাড়ি রানিতলা থানার বেগুনডিহি এলাকায়। সেখানে বেশ কিছুদিন আগে জলসা ছিল। সেখানেই গিয়েছিল মিঠু। তারপর থেকেই নিখোঁজ মিঠু। হঠাৎ তিনদিন থেকে প্রেমিকার বাড়ির লোকজন পলাতক, তাতেই সন্দেহ হয় এলাকাবাসীর। তারপরেই হঠাৎ বাথরুমের চেম্বারের দিকে সকলের নজর যায়। দেখা যায়, সেখানেই ভাসছে দেহ।

সন্দেহের ভিত্তিতে ওই চেম্বার খুলতেই চক্ষুচরকগাছ এলাকাবাসীর। উদ্ধার হয় যুবকের দেহ। কী কারণে এই খুন? তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানিতলা থানার পুলিশ। তবে পুলিশ প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানতে পেরেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই দুই পরিবারের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছিল। আর সে ক্ষোভ থেকে খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

Next Article