Bomb Recover: এবার আমবাগানের ভিতর থেকে উদ্ধার জার ভর্তি তাজা বোমা

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 04, 2024 | 4:50 PM

Murshidabad: আজ সকালে স্থানীয় বাসিন্দারা আমবাগানের মধ্যে শেয়াল তাড়াতে বের হন। সেই সময় তাঁরা জঙ্গলে গিয়ে একটি বোমা ভর্তি জার দেখতে পান। তারপর রানিনগর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে বোমার জায়গা ঘিরে রাখে। ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Bomb Recover: এবার আমবাগানের ভিতর থেকে উদ্ধার জার ভর্তি তাজা বোমা
বোমা উদ্ধার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

রানিনগর: রবিবার আগ্নেয়াস্ত্র সহ বোমা উদ্ধার হয় এলাকার এক তৃণমূল নেতার বাড়ি থেকে। একদিন কাটতে না কাটতেই ফের একবার বিপুল পরিমাণ তাজা সকেট বোমা উদ্ধার হল মুর্শিদাবাদ রানিনগর থানার অন্তর্গত বাবুলতলী ইটভাটার কাছে। সেখানে এক আমবাগান থেকে জার ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার হয়।

আজ সকালে স্থানীয় বাসিন্দারা আমবাগানের মধ্যে শেয়াল তাড়াতে বের হন। সেই সময় তাঁরা জঙ্গলে গিয়ে একটি বোমা ভর্তি জার দেখতে পান। তারপর রানিনগর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে বোমার জায়গা ঘিরে রাখে। ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। বোমার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বাগানের ভিতর কারা কী উদ্দেশ্যে জার ভর্তি বোমা মজুত করে রেখেছিল,এই ঘটনার সঙ্গে কে কে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয় বাসিন্দা এক মহিলা বলেন, “ভয় পাচ্ছি। ভয় তো পাবই। আমাদের গ্রামে তো এমন ঘটনা কখনও ঘটেনি। সব সময় এই রাস্তা দিয়েই যাতায়াত করছি। কেন এমন হল। ভয় পাচ্ছি।”

Next Article