Student Protest: ‘ট্যাব চাই, নাহলে ছাড়ছি না রাস্তা’, পড়ুয়ারা অবরোধে সামিল হতেই ছুটে এলেন প্রধান শিক্ষক

Student Protest: এদিন শুরুতে সাগরপাড়ায় শুরু হয় পথ অবরোধ। চলতে থাকে স্লোগান। বাঁশ দিয়ে আটকে দেওয়া হয় রাস্তা। তার জেরে জলঙ্গী শেখপাড়া রাজ্য সড়ক বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। সার দিয়ে দাঁড়িয়ে যায় একের পর এক বাস, লরি।

Student Protest: ‘ট্যাব চাই, নাহলে ছাড়ছি না রাস্তা’, পড়ুয়ারা অবরোধে সামিল হতেই ছুটে এলেন প্রধান শিক্ষক
প্রতীবাদে পড়ুয়ারা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 05, 2024 | 3:27 PM

মুর্শিদাবাদ: ট্যাব চাই, ট্যাব চাই, ট্যাব চাই, নাহলে ছাড়ছি না রাস্তা। এদিন এই স্লোগান দিতে দিতেই রাস্তায় নেমে পড়ল একদল পড়ুয়া। অবরুদ্ধ হয়ে পড়ল জলঙ্গী শেখপাড়া রাজ্য সড়ক। আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, আশপাশের সব স্কুলে ট্যাবের টাকা দেওয়া হয়েছে। কিন্তু, তাঁদের দেওয়া হচ্ছে না। স্কুলের প্রধান শিক্ষক বারবার ডেট দিচ্ছেন। কিন্তু, কাজের কাজ কিছুই হচ্ছে না। আর সে কারণেই বাধ্য হয়ে তাঁরা বিক্ষোভে সামিল কাজীপাড়া হরিদাস বিদ্যাভবনের পড়ুয়ারা। 

এদিন শুরুতে সাগরপাড়ায় শুরু হয় পথ অবরোধ। চলতে থাকে স্লোগান। বাঁশ দিয়ে আটকে দেওয়া হয় রাস্তা। তার জেরে জলঙ্গী শেখপাড়া রাজ্য সড়ক বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। সার দিয়ে দাঁড়িয়ে যায় একের পর এক বাস, লরি। এদিকে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আঅসে সাগরপাড়া থানার পুলিশ। আন্দোলনকারী পড়ুয়ারা বলছেন, “আশপাশের প্রায় সব স্কুলে পড়ুয়ারা ট্যাব কেনার টাকা পেয়ে গিয়েছে। কিন্তু, আমাদের শুধু আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। আমাদের কাছে বিক্ষোভ দেখানো ছাড়া আর কোনও উপায় নেই।”

এদিকে স্কুলের পড়ুয়া পথ অবরোধ করছেন, এই খবর কানে যেতেই ওই এলাকায় ছুটে আসেন প্রধান শিক্ষক। তাঁদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু, তাতেও নিরস্ত্র করা যায়নি পড়ুয়াদের। রীতিমতো বচসার ছবি দেখা যায়। যদিও প্রধান শিক্ষক বলছেন, শুধু তাঁধের স্কুল নয়, ৭৫টা স্কুল ট্যাব পায়নি। তিনি চেষ্টা করছেন যাতে টাকা আসে। যদিও নাছোড় পড়ুয়াদের সাফ কথা, ডিআই না আসা পর্যন্ত উঠছে না অবরোধ।