Bangladeshi Arrested: জলঙ্গিতে BSF-এর হাতে পাকড়াও ৮ বাংলাদেশি অনুপ্রবেশকারী

Koushik Ghosh | Edited By: Soumya Saha

Feb 10, 2023 | 5:30 PM

Murshidabad BSF: বৃহস্পতিবার সন্ধেয় বিএসএফ জওয়ানরা ওই আটজন বেআইনি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতদের জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা।

Bangladeshi Arrested: জলঙ্গিতে BSF-এর হাতে পাকড়াও ৮ বাংলাদেশি অনুপ্রবেশকারী
মুর্শিদাবাদে গ্রেফতার ৮ বাংলাদেশি অনুপ্রবেশকারী

Follow Us

জলঙ্গি: সীমান্তরক্ষী বাহিনীর (BSF) জওয়ানদের হাতে ফের গ্রেফতার বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী (Bangladeshi Infiltrators)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) জলঙ্গীতে। সেখানে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ফরাজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় আট জন বাংলাদেশি নাগরিক। সীমান্তরক্ষী বাহিনীর ফরাজীপাড়া আউটপোস্টের কর্তব্যরত জওয়ানরা তাঁদের গ্রেফতার করেন। তারা কোনও বৈধ নথি দেখাতে পারেননি। বৃহস্পতিবার সন্ধেয় বিএসএফ জওয়ানরা ওই আটজন বেআইনি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতদের জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা।

জলঙ্গীর ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ফরাজীপাড়া এলাকায় প্রতি বছর ধর্মীয় জলসার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশ উভয় দেশেরই বহু ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। ভিন দেশ থেকে যাঁরা আসেন, তাঁরা সীমান্তবর্তী পুলিশ প্রশাসনকে সচিত্র পরিচয়পত্র ও বৈধ নথি দেখিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। বিএসএফ সূত্রে খবর, গতবছর এই আট জন সেই ধর্মীয় জলসার ভিড়ের সুযোগ নিয়ে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল বলে অনুমান করা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে, তারা পরিযায়ী শ্রমিক হিসেবে ভারতে কাজ করে এক বছর পর আবার ধর্মীয় জলসায় অংশগ্রহণের নাম করে বাংলাদশে ফেরার চেষ্টা করছিল। সেই সময়েই বিএসএফ-এর টহলদারির সময়ে ধরা পড়ে যায় ওই আটজন।

প্রসঙ্গত, ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের একটি বিস্তীর্ণ অংশ উন্মুক্ত। আর এর ফলে বেআইনি অনুপ্রবেশের ঝুঁকি থেকেই যায়। যদিও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের অবিরাম নজরদারি চালিয়ে যাচ্ছেন এবং বিএসএফ-এর সজাগ দৃষ্টি থাকার কারণে সীমান্তে চোরা অনুপ্রবেশ অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। এর আগেও ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছে বিএসএফ। শুধু অনুপ্রবেশকারীদের আটকানোই নয়, সীমান্তে চোরাচালান রুখতেও কড়া টহলদারি চালিয়ে যাচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। কিছুদিন আগেই মুর্শিদাবাদের হিলিতে গরু ও ফেনসিডিল পাচারের ছক বানচাল করে দিয়েছিলেন বিএসএফ-এর আধিকারিকরা। উদ্ধার হয়েছিল ২টি গরু ও ১০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল।

Next Article