মুর্শিদাবাদ: একটা লজের রুম বরাবরই বুক থাকত পেশায় ব্যবসায়ী এক প্রৌঢ়ের জন্য। দিন দু’য়েক আগে লজে এসেছিলেন থাকার জন্য। তবে রবিবার অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও কোনও সড়া-শব্দ না মেলায় কার্যত চিন্তা বাড়তে থাকে লজের কর্মীদের। এরপর অদ্ভুত একটা গন্ধ পেতেই সেই সন্দেহ আরও তীব্র হয়। ঘরের ভিতর ঢুকতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় লজের কর্মীদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ,বছর দু’য়েক থেকে মুর্শিদাবাদের বানজেটিয়ার এই লজটি ভাড়া নিয়েছিলেন বছর ৫২-র মোকাদ্দেস আলি। যার থেকে লজ মালিকের দাবি , ৩ হাজার টাকার বিনিময়ে লজের রুম ভাড়া নিয়েছিলেন। তবে এই লজে স্থায়ী সময় থাকতেন না মোকাদ্দেস আলি। সম্প্রতি পাঁচ দিন আগে এই লজে এসেছিলেন তিনি। গাড়ির টায়ারের ব্যবসা করতেন। দিন দু’য়েক থেকে লজের দরজা বন্ধ ছিল ভিতর থেকে। তারপরই সন্দেহ হয়।
রবিবার সকালে দুর্গন্ধ ছড়ায়। এর পরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। বিছানায় মশারি টাঙানো ছিল। তার মধ্যেই মুকাদ্দাসের নগ্ন মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের দাবি ,ব্যবসার কারণে ওই ব্যক্তি কিছু ঋণ করেছিলেন। তবে তার শারীরিক অসুস্থতাও ছিল। কী কারণে তাঁর মৃত্যু হল,খতিয়ে দেখছে পুলিশ।