Humayun Kabir: ১০ লক্ষ দিলেই সোজা মন্ত্রী, দুঁদে হুমায়ুন কবীরকে ঘোল খাইয়ে গ্রেফতার সাংবাদিক

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 25, 2024 | 10:49 AM

TMC MLA Humayun Kabir: পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম অঞ্জন সরকার। বিধায়কের অভিযোগ, আইপ্যাকের কর্মীর পরিচয় দিয়ে অভিযুক্ত যুবক ফোন করেছিলেন হুমায়ুন কবীরকে। টাকার বিনিময়ে মন্ত্রী করে দেওয়ার টোপ দেওয়া হয় তাঁকে। কখনও পাঁচ লক্ষ টাকা কোনও সময়ে দশ লক্ষ টাকা চাওয়া হয় তাঁর কাছে।

Humayun Kabir: ১০ লক্ষ দিলেই সোজা মন্ত্রী, দুঁদে হুমায়ুন কবীরকে ঘোল খাইয়ে গ্রেফতার সাংবাদিক
বিধায়ক হুমায়ুন কবীর
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: ওটিপি বা লিঙ্ক ক্লিক করে টাকা হাতানোর খবর এখন প্রায় সকলের জানা। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের টোপ দিয়ে প্রতারণার ছকও কষছে প্রতারকরা। তাঁদের নজর থেকে যেমন ছাড় পাচ্ছেন না আম-জনতা, বাদ পড়ছেন না আমলা মন্ত্রীরাও। এবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরকে মন্ত্রী করে দেওয়ার টোপ। ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম অঞ্জন সরকার। বিধায়কের অভিযোগ, আইপ্যাকের কর্মীর পরিচয় দিয়ে অভিযুক্ত যুবক ফোন করেছিলেন হুমায়ুন কবীরকে। টাকার বিনিময়ে মন্ত্রী করে দেওয়ার টোপ দেওয়া হয় তাঁকে। কখনও পাঁচ লক্ষ টাকা কোনও সময়ে দশ লক্ষ টাকা চাওয়া হয় তাঁর কাছে। তবে বিষয়টি যে ভুয়ো তা বুঝে যান তৃণমূল বিধায়ক। এরপর তিনি অভিযোগ করেন থানায়। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে শনিবার মধ্যমগ্রাম থেকে অঞ্জনকে গ্রেফতার করে। এরপর তাঁকে তোলা হয় ১৪ দিনের জেলা আদলতে। পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

মুর্শিদাবাদ জেলা অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মাজিদ খান বলেন, “বিগত দু’দিন ধরে হুমায়ুন কবীরকে হোয়াটস অ্যাপে ফোন করছিলেন। আইপ্যাকের পরিচয় দিয়ে তিনি বিধায়কের কাছ থেকে টাকা চাইছিলেন। সেই টাকা দিলে তিনি বিধায়ককে মন্ত্রী করে দেবেন বলে জানিয়েছিলেন।” অপরদিকে, হুমায়ুন কবীর বলেছেন, “উনি পেশায় সাংবাদিক। একাধিক সময়ে তিনি পেশাকে কাজে লাগিয়ে বিভিন্ন লোককে প্রতারণা করছেন। আমার সঙ্গেও সেই চেষ্টা করেছিলেন। আমি কোনও কিছু দিয়ে কিছু নিই না। কাজেই উনি ভুল জায়গায় করেছেন।”

Next Article