মুর্শিদাবাদ: বুধবার দু’দিনের জেলা সফরে মালদা (Malda) গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সেই সফরের শেষ দিন। শুক্রবার তিনি যেতে পারেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। প্রশাসন সূত্রের খবর, মালদা থেকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে পৌঁছবেন ধূলিয়ানে। গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করবেন তিনি। স্পিডবোডে চড়ে ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখবেন তিনি।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামশেরগঞ্জ সফরের আগেই বুধবার ধূলিয়ানে আসেন প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। সামসেরগঞ্জ ফিল্ড ,গঙ্গা,লালপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি রশিদ মুনির খান,জঙ্গিপুরের এস পি ভি জি সতীশ পশুমার্থী,এসডিও শিনজন শেখর, এসডিপিও রাসপ্রীত সিং। এছাড়াও তাঁদের সঙ্গে ছিলেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী আসার খবরে কার্যত সেজে উঠেছে সামশেরগঞ্জ। শুরু হয়েছে প্রশাসনিক ব্যস্ততা।
বস্তুত, ট্রেনে চড়ে দু’দিনের সফরে মালদা গিয়েছেন মুখ্যমন্ত্রী। আর মালদা যাওয়ার পথে বুধবার নিউ ফরাক্কা স্টেশনে দশ মিনিটের জন্য নামেন মমতা। তাঁকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানান জঙ্গীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক খলিলুর রহমান,ফরাক্কার বিধায়ক মণিরুল সহ তৃণমূল নেতৃত্ব। বুধবার সরাইঘাট এক্সপ্রেসে চড়ে মালদা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। মাঝে নিউ ফরাক্কা স্টেশনে স্টপেজ দেয় ট্রেন। প্রায় বারো মিনিটের মতো প্ল্যাটফর্মে দাঁড়ায় ট্রেনটি। সেই সময় ট্রেনের গেটের মুখে দাঁড়ান মুখ্যমন্ত্রী। এ দিকে, সুপ্রিমো যে আসছেন সেই খবর আগে থেকেই ছিল জেলার নেতৃত্বদের কাছে। ফলে প্রস্তুতি ছিল প্রথম থেকেই। ক্ষনিকের জন্য মুখ্যমন্ত্রী যেতেই বিধায়করা ফুলের তোড়া তাঁর হাতে তুলে দেন। স্টেশনে উপচে পড়ে ভিড়। তৃণমূল কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ যাঁরা সেই সময় প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন তাঁদেরও উৎসাহ ছিল চোখে পড়ার মত। কেউ ভিডিও করছেন, কেউ আবার মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কেউ আবার সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখতে ব্যস্ত।