বহরমপুর: কংগ্রেস, তৃণমূল, সিপিএম। তিন দলই বিরোধীদের ‘ইন্ডিয়া’ ব্লকের শরিক। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছেন, বাংলায় তাঁর দল একাই লড়বে। এসেবর মধ্যেই এবার অধীর-সেলিম সম্ভব্য বৈঠক ঘিরে চড়ছে রাজনীতির পারদ। সূত্রের খবর, আগামিকাল (বৃহস্পতিবার) প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর সঙ্গে বৈঠক করতে পারেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ওই বৈঠকে আসন্ন লোকসভায় বাম-কংগ্রেসের আসন সমঝোতার বিষয় নিয়েও আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। বৈঠকে বাড়তি গুরুত্ব দেওয়া হতে পারে মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনের দিকেও।
জানা যাচ্ছে, আগামিকাল সিপিএমের মুর্শিদাবাদ জেলা সংগঠনের বৈঠকে যোগ দিতে আসছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সূত্রের খবর, সেই কর্মসূচির মাঝেই বহরমপুর টাউন ক্লাবে অধীর চৌধুরীর সঙ্গে একপ্রস্থ আলোচনায় বসতে পারেন সেলিম। লোকসভা ভোটের মুখে দু’দলের আসন সমঝোতার নীল নকশা তৈরি হতে পারে ওই বৈঠকে, সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।
প্রসঙ্গত, গতকালই সন্দেশখালির ঘটনার প্রতিবাদে আইন-অমান্য কর্মসূচিতে পথে নেমেছিল বামেরা। সেই আইন-অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে একপ্রকার ধুন্ধুমার কাণ্ড বেধে গিয়েছিল বহরমপুরে। পুলিশি ধরপাকড়ও চলেছে। এক সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে গতরাতে। সিপিএমের দাবি, পুলিশের কাঁদানে গ্যাসের জেরে অসুস্থ হয়ে ওই দলীয় কর্মীর মৃত্যু হয়েছে। যদিও পুলিশ সুপার মেডিক্যাল রিপোর্টের কথা উল্লেখ করে জানান, সেরিব্রাল অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
বুধবার দুপুরে সাংবাদিক বৈঠকে বসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও মুখ খুলেছেন সিপিএম কর্মীর মৃত্যুর ঘটনা নিয়ে। সরাসরি রাজ্য পুলিশের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, ‘পুলিশের আঘাতে মৃত্যু।’ এসবের মধ্যেই আগামিকাল মুর্শিদাবাদে মহম্মদ সেলিম। এখন দেখার বৃহস্পতিবারের বৈঠকের পর বাম-কংগ্রেস বন্ধুত্বের সমীকরণ কোন দিকে মোড় নেয়।