Sagardighi Bye Election: ‘মানুষ বুঝেছে, তাদের ঠকানো হয়েছে’, সাগরদিঘিতে জোটের সাফল্য চওড়া হাসি সেলিমের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 02, 2023 | 4:49 PM

CPIM: সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলছেন, 'যে সাধারণ মানুষরা তৃণমূলকে সমর্থন করেছেন, তাঁরা হারে হারে টের পেয়েছেন... চোর-লুটেরার দলকে পঞ্চায়েত থেকে নবান্নে ক্ষমতায় বসিয়ে কী সর্বনাশ হয়েছে রাজ্যের।'

Sagardighi Bye Election: মানুষ বুঝেছে, তাদের ঠকানো হয়েছে, সাগরদিঘিতে জোটের সাফল্য চওড়া হাসি সেলিমের
মহম্মদ সেলিম

Follow Us

কলকাতা: সাগরদিঘির উপনির্বাচনে (Sagardighi Bye Election) হাসি ফুটেছে জোটের মুখে। বড় জয় পেয়েছে বাম-কংগ্রেস জোট। সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, তার আগে বাম-কংগ্রেস শিবিরের কাছে এই সাগরদিঘির উপনির্বাচন ছিল লিটমাস টেস্টের মতো। পঞ্চায়েতের আগে সেমিফাইনালে শেষ পর্যন্ত তৃণমূলকে টেক্কা বাম-কংগ্রেসের জোট। সাগরদিঘি উপনির্বাচনে বাজিমাত বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের। দ্বিতীয় স্থানে রয়েছে শাসক দল তৃণমূল। আর বিজেপি রয়েছে তৃতীয় স্থানে। সাগরদিঘি থেকে তিনবারের তৃণমূল বিধায়ক তথা প্রয়াত মন্ত্রী সুব্রত সাহার গড়ে এবার কার্যত মুখ থুবড়ে পড়তে হল তৃণমূলকে। প্রতি রাউন্ড গণনায় ব্যবধান বাড়িয়ে গিয়েছেন জোট প্রার্থী বায়রন বিশ্বাস। আর এই জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাম-কংগ্রেস শিবির।

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলছেন, ‘যে সাধারণ মানুষরা তৃণমূলকে সমর্থন করেছেন, তাঁরা হারে হারে টের পেয়েছেন… চোর-লুটেরার দলকে পঞ্চায়েত থেকে নবান্নে ক্ষমতায় বসিয়ে কী সর্বনাশ হয়েছে রাজ্যের। প্রতিদিন চাকরি চুরির খবর আসছে, লুঠের টাকার বখরা নিয়ে খবর আসছে, নগদে-সোনায়-সম্পত্তিতে কোটি কোটা টাকার কারবার। মানুষ সব দেখছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে। সাগরদিঘির উপনির্বাচন তা প্রমাণ করেছে।’

এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করে তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন সেলিম। বলেন, ‘বিজেপি ও তৃণমূলের যৌথ কার্যক্রম ছিল। একদিকে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানো, মানুষকে ভাগ করা এবং অন্যদিকে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, ফসলের দাম, শিক্ষা ব্যবস্থার দূরাবস্থা থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করা হয়েছে। মানুষ বুঝেছে, তাঁদের ঠকানো হয়েছে।’

উল্লেখ্য,  একুশের বিধানসভা নির্বাচনে একটি আসনও জিততে পারেনি বাম-কংগ্রেস কোনও দলই। সংযুক্ত মোর্চার পক্ষের একমাত্র আসনটি জিতেছিল আইএসএফ। বিধানসভা বাম-কংগ্রেস শূন্য হয়ে গিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এদিনের উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর জয়ে স্বাভাবিকভাবেই অক্সিজেন পাচ্ছেন অধীর চৌধুরী, মহম্মদ সেলিমরা। অধীর চৌধুরী তো সাগরদিঘি জয়ের পর আত্মবিশ্বাসী গলায় বলেই দিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নন, সাগরদিঘি তারই প্রমাণ।’

Next Article