মুর্শিদাবাদ: বিড়ি বাঁধার সময় ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জের ন’পাড়া এলাকা। শনিবার সকালে এই ঘটনা ঘটে। সামশেরগঞ্জের দোগাছি ন’পাড়ার এই বিস্ফোরণে ওই বাড়িতে ফাটল দেখা দেয়। ভেঙে পড়ে বাড়ির দেওয়ালের একাংশ। এই ঘটনায় জখম হয়েছেন এক মহিলা। এই বাড়িতে বিস্ফোরক মজুত ছিল কি না তা খতিয়ে দেখছে সামশেরগঞ্জের পুলিশ।
সামসশেরগঞ্জ থানার দোগাছি ন’পাড়া অঞ্চলের ন’পাড়া গ্রাম। স্থানীয়রা জানান, সেখানকার কাজল শেখ ওরফে কাজলু শেখ নামে এক ব্যক্তির বাড়িতে শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে। বাড়ির মেয়ে বউরা বিড়ি বাঁধার কাজ করেন। প্রতিদিনের মতো এদিন সকালেও হাতের কাজ সেরে বিড়ি বাঁধতে বসেছিলেন তাঁরা। এরই মধ্যে কিছু একটা বিস্ফোরণের আওয়াজ পান এলাকার লোকজন। ছুটে এসে দেখেন ওই বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। দরজা ঠেলে বাড়িতে ঢুকেই দেওয়ালে ফাটল, ছাদের একাংশ খসে পড়ার ছবি দেখা যায়।
সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। এদিকে ওই পরিবারের এক মহিলা আহত হন। তাঁর মাথায় পিছনে ছাদের খসে পড়া ইট এসে লাগে বলে স্থানীয়দের দাবি। তিনি আবার সন্তানসম্ভবা। তাই বাড়ির লোকজন কোনও রকম ঝুঁকি নিতে চাননি। রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
এলাকার বাসিন্দা হাসিনা বিবি বলেন, “সকালে চা তৈরি করছিলাম। হঠাৎ শুনি ভয়ঙ্কর শব্দ। ছুটে এসে দেখি রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে কাজল শেখের বাড়িতে বিস্ফোরণ হয়েছে। ওখানে কেরোসিনও ছিল। আগুন ধরে যায়। একজনের মাথায় লেগেছে। রামপুরহাট হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।”
স্থানীয়রা জানান, সকালে বিড়ি বাঁধা চলছিল স্থানীয় কাজল শেখের বাড়িতে। তখনই এই ঘটনা। তাঁদের অনুমান সিলিন্ডার ফেটেই এই ঘটনা। এদিকে বিস্ফোরণের তীব্রতায় বাড়ির দেওয়াল, ছাদেও ফাটল ধরে। যদিও পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। নিছক দুর্ঘটনা নাকি এই বিস্ফোরণের পিছনে অন্য কোনও কারণ রয়েছে সবদিক খোলা রেখেই চলছে তদন্ত।
মাস তিনেক আগে এই মুর্শিদাবাদেরই বহরমপুরে বানজেটিয়া বেলতলায় এরকমই এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। মজুত বোমা থেকে বিস্ফোরণ ঘটেছিল বলে অভিযোগ ওঠে। ঘটনায় এক মহিলা গুরুতর আহত হন। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে প্রচুর বোমা ও গুলির খোল উদ্ধার করেছিল।
যে বাড়িতে বিস্ফোরণটি হয়, সে বাড়িতে ওই প্রৌঢ়া একাই থাকতেন। ছেলে অন্যত্র থাকতেন। প্রত্যক্ষ রাজনীতির সঙ্গেও তাঁর যুক্ত থাকার অভিযোগও ওঠে। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়। এবারও শিরোনামে মুর্শিদাবাদ। শনিবার সকাল থেকে ন’পাড়ায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছয়। ঘটনা খতিয়ে দেখছে তারা।