Debra Humayun Kabir: ‘ও তো নিজে একটা আতঙ্কবাদী’, কার্তিক মহারাজকে বেলাগাম আক্রমণ ডেবরায় বিধায়ক হুমায়ুন কবীরের

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 17, 2025 | 6:06 PM

Debra Humayun Kabir: সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদিঘিতে 'অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টে'র অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, "সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতে আছে। একটা দুটো স্কুলে থাকতে পারে, একটা দুটো রামকৃষ্ণ মিশনেও থাকতে পারে।"

Debra Humayun Kabir: ও তো নিজে একটা আতঙ্কবাদী, কার্তিক মহারাজকে বেলাগাম আক্রমণ ডেবরায় বিধায়ক হুমায়ুন কবীরের
কার্তিক মহারাজকে আক্রমণ ডেবরায় বিধায়কের
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: এবার সন্ন্যাসীকেই সন্ত্রাসবাদী বলে আক্রমণ তৃণমূল বিধায়কের। বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বললেন ডেবরায় বিধায়ক হুমায়ুন কবীর। পাল্টা কার্তিক মহারাজ বললেন, আইনি ব্যবস্থা নেব।

সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদিঘিতে ‘অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টে’র অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, “সমাজে যদি আতঙ্কবাদী থাকে, সমাজে যদি খারাপ লোক থাকে, সব জায়গাতে আছে। একটা দুটো স্কুলে থাকতে পারে, একটা দুটো রামকৃষ্ণ মিশনেও থাকতে পারে।” তারপরও তিনি বলেন, “এই যে সারগাছিতে যিনি রয়েছে, কার্তিক মহারাজ।” মঞ্চে উপস্থিত বাকিদের উদ্দেশে বলেন, “কার্তিক মহারাজকে চেনেন তো? আমার ভয়ে একটা সময়ে চুপচাপ ছিলেন। এই যে মাঝেমধ্যে বেলডাঙায় যে লোকটার জন্য অশান্তি হয়। সে তো একটা আতঙ্কবাদী নিজেই। সব সময়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা, হাঙ্গামা লাগানোর চেষ্টা করেন।”

প্রসঙ্গত, চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেফতারিতে যখন বাংলাদেশের অস্থির পরিস্থিতি,  যখন নিত্য বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ সামনে আসছে, তখন সোচ্চার হয়েছিলেন কার্তিক মহারাজ। ওপার বাংলার সংখ্যাগরিষ্ঠদের অনৈতিক কাজের প্রতিবাদ করেছিলেন। এর পর আবার বাংলার শাসকদলের মন্ত্রী ফিরহাদ হাকিমে বক্তব্য নিয়ে যখন বিতর্ক দানা বেঁধেছিলেন, তখনও প্রতিক্রিয়া দিয়েছেন কার্তিক মহারাজ। এই পরিস্থিতি প্রাক্তন পুলিশ কর্তা বিধায়কের এ হেন মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বেঁধেছে।

যদিও কার্তিক মহারাজের বক্তব্য, “এখানে আইপিএস রাজেশ কুমার ছিলেন, জ্ঞানবন্ত সিং ছিলেন, আরও অনেকে ছিলেন। তাঁদের কাছে আমার সম্পর্কে সব তথ্যই রয়েছে। আমি ৫০ বছর ধরে এখানে রইলাম। আর উনি এখন আমাকে বলে দিলেন সন্ত্রাসবাদী, তাহলে তো আমাকে যে কোনও মুহূর্তে গ্রেফতার করতে পারতেন। এই বক্তব্য নিয়ে আমি আইনানুগ ব্যবস্থা নেব।”

বিষয়টিতে সোচ্চার বিজেপি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “কার্তিক মহারাজ যদি আতঙ্কবাদী হন, তাহলে আমিও আতঙ্কবাদী। গর্ব করেই বলছি, আমি বাঙালি হিন্দু। হুমায়ুন কবীরের মুখের কথাই প্রমাণ করছে তৃণমূল দলটা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে? যে জেলার তিনি এসপি ছিলেন, সেখানেই আনসারুল্লা বাংলা টিমের মেম্বার হরিহরপাড়ায় ভোটার লিস্টে নাম তুলেছিলেন। দুবার ভোটও দিয়েছেন। হুমায়ুন কবীরের মতে, তিনি কী তাহলে?”

যদিও এই সব বিতর্কের মাঝে ভরতপুরের বিধায়ক, যিনি কিছুদিন আগেই বিতর্কিত মন্তব্যের ‘ফাঁড়া’ কাটিয়ে উঠেছেন, তিনি বললেন, “কার্তিক মহারাজের সঙ্গে জামালউদ্দিন মণ্ডল ও হুমায়ুন কবীরের ভালো সম্পর্ক ছিল, হঠাৎ কী হল, যে এই ধরনের মন্তব্য করছেন? আমার ওনাকে নিয়ে কিছু বলার নেই।”

Next Article