দক্ষিণ ২৪ পরগনা: ঈদের সকালে বন্ধুদের সঙ্গে বেড়াতে আসার পথে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। মৃতের নাম মেহেবুব রহমান মোল্লা। মঙ্গলবার বেলা এগরাটো নাগাদ ঘটনাটি ঘটেছে শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার ও গুরুদাসনগর স্টেশনের মাঝামাঝি লালবাটি রেলগেটের কাছে। মৃতের বাড়ি ডায়মন্ড হারবারের নেতড়ার পূর্ব দুর্গাপুরে। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নেতড়া স্টেশন থেকে ট্রেন ধরে বন্ধুদের সঙ্গে ডায়মন্ড হারবারে বেড়াতে আসছিল মেহেবুব।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গেটের মুখে দাঁড়িয়ে থাকার সময় আচমকা চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় মেহেবুবকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে দুর্ঘটনায় মৃত্যু না অন্য কোনও কারণ লুকিয়ে আছে, তা খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার জিআরপি।
ঘটনায় শোকের ছায়া পরিবারে। পরিবারের বক্তব্য, “ভালোয় ভালোয় তো ছেলেটা বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু কীভাবে কী হল কিছুই বুঝতে পারছি না। মেনে নেওয়া যায় না।” ছুটির দিনে সে অর্থে লোকাল ট্রেনে ভিড় ছিল না। তাহলে কীভাবে ট্রেনে দাঁড়িয়ে থাকার সময়েই পড়ে গেলেন তিনি? তবে কি তাঁকে কেউ ধাক্কা মেরেছিলেন? নাকি নিছকই দুর্ঘটনা? গোটা বিষয়টি নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে।
পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কোনও অভিযোগ দায়ের হয়নি। মেহেবুব কাদের সঙ্গে বেরিয়েছিলেন, কারা কারা ছিলেন তাঁর সঙ্গে, গোটাটাই খতিয়ে দেখা হচ্ছে। আপাতত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।