Murshidabad: ডাক্তার বলেছিল ১৫ দিন সময় আছে, বাড়ি ফেরার পথে রাস্তাতেই সন্তান প্রসব মহিলার

Koushik Ghosh | Edited By: জয়দীপ দাস

Aug 31, 2023 | 9:47 PM

Murshidabad: ঘটনাতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন মহিলার পরিজনেরা। তাঁদের দাবি, ঠিক মতো চিকিৎসা হয়নি।

Murshidabad: ডাক্তার বলেছিল ১৫ দিন সময় আছে, বাড়ি ফেরার পথে রাস্তাতেই সন্তান প্রসব মহিলার
রাস্তাতেই সন্তান প্রসব মহিলার
Image Credit source: TV-9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: সন্তান প্রসবের জন্য ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় আর এক হাসপাতালে। সেখানে জানানো হয় প্রসবের জন্য নাকি এখনও বাকি রয়েছে অনেকটা সময়। প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় ওই মহিলাকে। এদিকে ফেরার পথে রাস্তাতেই জন্ম দিলেন সন্তানের। ঘটনায় হাসপাতাল (Hospital) কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলছেন ওই মহিলার পরিজনেরা।

সূত্রের খবর, প্রসব যন্ত্রণা ওঠায় লিপিকা মণ্ডল নামে এক মহিলাকে ২৯ অগস্ট মুর্শিদাবাদের গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তি হতেই চিকিৎসকেরা জানান, রক্ত দিতে হবে ওই মহিলাকে। রক্ত দেওয়ার পর থানিকটা সুস্থও হয়ে উঠেছিলেন ওই মহিলা। কিন্তু, পরিবারের সদস্যরা প্রসবের কথা জিজ্ঞেস করতেই হাসপাতালের তরফে জানানো হয় এখনও তার জন্য বাকি ১৫ দিনের বেশি সময়। হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় মহিলাকেও। বাড়িও ফিরছিলেন। কিন্তু, যাওয়ার পথেই ফের শুরু হয় প্রসব যন্ত্রণা। রাস্তাতেই জন্ম দেন সন্তানের। 

এ ঘটনাতেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন মহিলার পরিজনেরা। তাঁদের দাবি, ঠিক মতো চিকিৎসা হয়নি। তা হলে আজ রাস্তায় সন্তান প্রসবের মতো ঘটনা ঘটত না। মহিলার শাশুড়ি বলেন, “পরশুদিন ভর্তি হয়েছিল। দু বোতল রক্তও দেওয়া হয়েছিল। ডাক্তাররা বলেছিল এখনও বাচ্চা হওয়ার টাইম হয়নি। ১৫ দিন সময় আছে। এ কথা বলে ওকে ছুটি দিয়ে দেয়। বাড়ি আসার পথে রাস্তাতেই তো ওর বাচ্চা হয়ে গেল। কিন্ত, ডাক্তাররা বলেছিল এখন হবে না। আগে বুঝতে পারলে এমনটা হত না।”

Next Article