বহরমপুর: ২০২২ সালের ২ মে। বহরমপুরের রাস্তায় সুতপার নির্মম হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। প্রশ্নের মুখে পড়েছিল রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা। যদিও ঘটনার পরেই গ্রেফতার করা হয়েছিল সুতপার প্রাক্তন প্রেমিক সুশান্ত চৌধুরীকে। ১৬ মাস ধরে চলছিল শুনানি। অবশেষে সুশান্তের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে নাগরিক মহলে। সুশান্তের সাজায় সুতপার পরিবার খানিকটা স্বস্তি পেলেও এখনও রয়েছে ভয়ের বাতাবরণ। এক মেয়ে গিয়েছে। রয়েছে আর এক মেয়ে। সে এখনও স্কুলে পড়ে। তাকে আগলেই বাঁচতে চাইছেন সুতপার মা-বাবা।
ইতিমধ্যেই ছোট মেয়েকে তার পুরনো স্কুল থেকে অন্য স্কুলে নিয়ে চলে গিয়েছেন সুতপার বাবা স্বাধীন কুমার চৌধুরী। সেটা আবার পুরনো স্কুল থেকে একেবারে ৩০ কিলোমিটার দূরে। এই স্কুলে তিনি নিজে শিক্ষকতা করেন। যাতে মেয়েকে সর্বদা চোখে চোখে রাখতে পারেন। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
তবে আদালতের রায়ে খুশি সুতপার বাবা। এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে স্বাধীনবাবু বলেন, “আর কেউ যেন এরকম ঘটনা ঘটানোর সাহস না পায়। এই রায় দৃষ্টান্ত হয়ে থেকে যাক।” তবে তাঁরা যে এখনও বেশ ভয়ে রয়েছেন তা বোঝা গেল তাঁর পরের কথাতেই। তিনি বলেন, “আমার দুই মেয়ে। দুই হৃৎপিণ্ড। একটা হৃৎপিণ্ড হারিয়েছি। আর একটা আছে। কিন্তু, তাকে নিয়ে খুবই চিন্তায় আছি। আমার ছোট মেয়ে যে স্কুলে পড়তো সেখান থেকে ওকে ইতিমধ্যেই অন্য স্কুলে নিয়ে গিয়েছি। মেয়েকে যাতে সব সময় চোখে রাখতে পারি। সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি।”