Duttapukur Blast: মুর্শিদাবাদের চারজন দত্তপুকুরের নিহতের তালিকায়, বলছে পুলিশ সূত্র

Suti: পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুতির ওই গ্রামে পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে বাজি তৈরির মশলা আসে। আসে বারুদও। মূলত বাজির মশলার কারবারি রয়েছেন এ গ্রামের অনেকেই।

Duttapukur Blast: মুর্শিদাবাদের চারজন দত্তপুকুরের নিহতের তালিকায়, বলছে পুলিশ সূত্র
দত্তপুকুরের ঘটনাস্থল। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2023 | 12:03 AM

মুর্শিদাবাদ: দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণ। এখনও অবধি সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, নিহতদের মধ্যে চারজনেরই বাড়ি মুর্শিদাবাদে। জেলার সুতি থানা এলাকার ইন্দ্রনগর কলোনির জয় বাংলা এলাকার বাসিন্দা তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের তালিকায় আছে মান্নান শেখ, আন্দাজ শেখ, রনি শেখ, হাবিব শেখ। তবে এখনও কারও পরিবারের সঙ্গেই যোগাযোগ করা যায়নি। এমনও সূত্রের খবর, এই এলাকার অধিকাংশই বাজি কারখানার সঙ্গে যুক্ত। অনেকেই দত্তপুকুরে কাজ করেন। ফলে এই এলাকারও আরও কেউ নিহত হতে পারেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুতির ওই গ্রামে পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে বাজি তৈরির মশলা আসে। আসে বারুদও। মূলত বাজির মশলার কারবারি রয়েছেন এ গ্রামের অনেকেই। এমনও এলাকায় শোনা গিয়েছে, ইন্দ্রনগর কলোনির জয় বাংলা গ্রামকে কার্যত সমঝেই চলেন আশপাশের মানুষ।

রবিবার সকালে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের নীলগঞ্জ এলাকা। এখানে একটি বাড়িতে অবৈধভাবে বাজি তৈরি চলছিল বলে অভিযোগ। এমনও কেউ কেউ বলছেন, বাজির আড়ালে আসলে বোমা তৈরি হত সেখানে। এদিন ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। ছিন্নভিন্ন হয়ে যায় ৭ জনের দেহ। গ্রামেই ছড়িয়ে ছিটিয়ে এসে পড়ে নিহতদের দেহাংশ। এই ঘটনায় এখনও অনেকেই আহত। তাঁদের ক্ষতও গুরুতর।

ইতিমধ্যেই বিজেপির তরফে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এনআইএ তদন্ত চেয়ে চিঠি লিখেছেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সোমবার কলকাতা হাইকোর্টে যাচ্ছেন তিনি। এনআইএ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করবেন।

রবিবারই দত্তপুকুরের ঘটনাস্থলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাসপাতালে আহতদের সঙ্গেও দেখা করেন তিনি। দোষীদের শাস্তির কথা শোনা যায় তাঁর মুখেও। সোমবার দত্তপুকুর যাচ্ছেন বিজেপি বিধায়কদের একটি দল। যাচ্ছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই ঘটনা নিয়ে বলেন, “এত তাড়াতাড়ি কোনও মন্তব্য করা যায় না। কোনও অনিয়ম, বেনিয়ম হলে পুলিশ প্রশাসন দেখছে।” তবে এদিন কালীঘাটে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নগরপাল ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, দত্তপুকুর নিয়েই এই বৈঠক মুখ্যমন্ত্রীর।