Calcutta High Court: পার্থদের জামিনের শুনানি শেষ, বছর শেষে ‘সুখবর’ পাবেন প্রাক্তন মন্ত্রী?
Calcutta High Court: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক কুমার সাহার জামিনের আবেদনের মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সিবিআইয়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিন চেয়ে অভিযুক্ত পাঁচজন আবেদন করেন।
কলকাতা: সিবিআইয়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন। মঙ্গলবার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচজনের জামিনের আবেদনের শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে। এদিন রায়দান স্থগিত রাখেন বিচারপতি। শেষ শুনানিতেও পার্থদের বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্ব তুলে ধরে সওয়াল করে সিবিআই। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী প্রশ্ন তোলেন, আর কতদিন ধরে তদন্ত চালিয়ে যাবে সিবিআই?
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক কুমার সাহার জামিনের আবেদনের মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সিবিআইয়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিন চেয়ে অভিযুক্ত পাঁচজন আবেদন করেন।
এর আগে পাঁচ অভিযুক্তের জামিনের আবেদনের ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়। জামিনের পক্ষে রায় দিয়েছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু জামিনের আবেদন খারিজ করেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। এরপর মামলা যায় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চে।
এই খবরটিও পড়ুন
এদিন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে শেষ শুনানিতে সিবিআই বলে, “পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে দুর্নীতির তদন্ত চলছে। এই পাঁচজন এখনও প্রভাবশালী।” সিবিআই আরও যুক্তি দেয়, “বয়স হলেই ছাড়া পেয়ে যাবেন, এমন তো নয়। শিক্ষা নিয়ে দুর্নীতিতে জড়িত এই পাঁচজন। যার প্রভাব পড়ে সমাজে।”
পার্থ চট্টোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী মিলন মুখোপাধ্যায় পাল্টা বলেন, “কোর্টে বহুদিন ধরে মামলা চলছে। বিচারপতি দেবাংশু বসাক তদন্ত শেষ করতে সময় বেঁধে দিয়েছিলেন। তারপরও তদন্ত চলছে। সিবিআই কি ফেভারড চাইল্ড হয়ে থাকবে? কতদিন ধরে তদন্ত চলবে।” দুই পক্ষের শেষ সওয়াল শোনার পর রায়দান স্থগিত রাখেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।