Electrocution: বাঁশ নিয়ে যাচ্ছিলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 20, 2024 | 11:49 PM

Electrocution: সমীর একটি বাঁশ নিয়ে যাচ্ছিলেন। পুঠিমারি হাসপাতাল মোড় এলাকায় ওই বাঁশ অসাবধানতাবশত হাই ভোল্টেজ তারকে স্পর্শ করে। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন সমীর। সমীরের পাশে ছিলেন আরও এক ব্যক্তি। বিদ্যুৎস্পৃষ্ট হন তিনিও।

Electrocution: বাঁশ নিয়ে যাচ্ছিলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
Image Credit source: TV9 Bangla

Follow Us

 মুর্শিদাবাদ: বাঁশ হাতে করে নিয়ে যাচ্ছিলেন। সেই বাঁশ স্পর্শ করে ফেলে বিদ্যুতের তার। আর তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সমীর শেখ (৩০)। তিনি সামসেরগঞ্জের মহব্বতপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমীর একটি বাঁশ নিয়ে যাচ্ছিলেন। পুঠিমারি হাসপাতাল মোড় এলাকায় ওই বাঁশ অসাবধানতাবশত হাই ভোল্টেজ তারকে স্পর্শ করে। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন সমীর। সমীরের পাশে ছিলেন আরও এক ব্যক্তি। বিদ্যুৎস্পৃষ্ট হন তিনিও।

সমীর মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে সামসেরগঞ্জের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। অপর ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। মৃত সমীরের তিন সন্তান রয়েছে, তাঁর স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা। সমীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

Next Article