Murshidabad: হাসপাতাল চত্বরেই সকলের সামনেই নার্সিং ছাত্রীর যৌন হেনস্থার চেষ্টা, পালাতে গিয়েও ধরা পড়ে গেল অভিযুক্ত যুবক

Koushik Ghosh | Edited By: জয়দীপ দাস

Sep 21, 2024 | 11:12 AM

Murshidabad: এ ঘটনার পর থেকেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে। অনেকেই বলছেই প্রায়শই এখানে ‘অকারণে’ অনেক বহিরাগতদের আনাগোনা দেখা যায়। শুক্রবারের ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও হাসপাতালের লোকজনই তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

Murshidabad: হাসপাতাল চত্বরেই সকলের সামনেই নার্সিং ছাত্রীর যৌন হেনস্থার চেষ্টা, পালাতে গিয়েও ধরা পড়ে গেল অভিযুক্ত যুবক
প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা
Image Credit source: TV 9 Bangla

Follow Us

জঙ্গিপুর: আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনে যখন উত্তাল রাজ্য সেই আবহেই এবার একেবারে দিনেদুপুরে হাসপাতাল চত্বরেই নার্সিক পড়ুয়াকে যৌন হেনস্থার চেষ্টা। চাঞ্চল্যকর অভিযোগ জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে। সূত্রের খবর, শুক্রবার দুপুরে এক নার্সিং পড়ুয়া হাসপাতালের ভিতর থেকে কলেজে ফিরছিলেন। সেই সময় এক বহিরাগত যুবক যৌন হেনস্থার চেষ্টা করে বলে অভিযোগ। মুহূর্তেই চিৎকার শুরু করে দেন ওই ছাত্রী। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ভয়ে দৌড় দেয় অভিযুক্ত। যদিও শেষ রক্ষা হয়নি। ধরা পড়ে যায়। 

এ ঘটনার পর থেকেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে। অনেকেই বলছেই প্রায়শই এখানে ‘অকারণে’ অনেক বহিরাগতদের আনাগোনা দেখা যায়। শুক্রবারের ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও হাসপাতালের লোকজনই তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম ডি নাসিম জানিয়েছেন বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। 

প্রসঙ্গত, আরজি কর আবহে ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার চলে গিয়েছে সিবিআইয়ের হাতে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি গ্রেফতার হয়েছেন টালা থানার ওসি-ও। মূল কেসে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। কলকাতা হাইকোর্টের পাশাপাশি জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। বিচারের দাবিতে রাত জাগছে রাজ্য, রাত জাগছে দেশ। এই আবহে মুর্শিদাবাদের এ ঘটনায় নতুন করে চাপানউতোর। দোষীর উপযুক্ত শাস্তির দাবিও উঠেছে। 

Next Article